খেলার খবর

‘চোকার্স’ তকমা থেকে রেহাই পাবে দক্ষিণ আফ্রিকা?

ডেস্ক রিপোর্ট: নক আউট চোকার্স, বিশেষ করে সেমি-ফাইনাল চোকার্স। লাইনটি কেবল একটি দলের জন্যই। দক্ষিণ আফ্রিকা। আসর জুড়ে থাকেন নান্দনিক ছন্দে। অন্যতম শক্তিশালী প্রমাণ করেই দল ওঠে সেমিতে। তবে সেখানেই প্রতিবার থেমে গেছে তারা। চারবার সেমিতে উঠেও সেখান থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। 

১৯৯২ আসরে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছেছিল দক্ষিণ আফ্রিকা। সেবার ইংল্যান্ডের কাছে ১৯ রানের হেরেছিল তারা।

মাঝের আসর বাদে ১৯৯৯ সালে আবারও সেমিতে যায় প্রোটিয়ারা। সেবারই ফাইনালের সবচেয়ে কাছে গিয়েছিল তারা। টানটান উত্তেজনার সেই ম্যাচ হয়েছিল ড্র। সেসময় সুপার ওভার বা ড্র ভাঙার অন্য নিয়ম না থাকায় বাদ পড়েছিল দলটি। সুপার সিক্স পর্বে পয়েন্ট বিচারে এগিয়ে থাকায় ফাইনালে পৌঁছায় অজিরা।

২০০৭ সালেও সেই অজিদের হাতেই থামে দলটি। তবে সেবার হেরেছিল বাজেভাবেই, কেবল ১৫০ রানের লক্ষ্য দাড় করিয়ে হেরেছিল ৭ উইকেটে।

সর্বশেষ ২০১৫ সালে। সেই ম্যাচ শেষ ডি ভিলিয়ার্সের অশ্রুমাখা মুখ নিয়ে মাঠ ছাড়ার সেই দৃশ্য এখনো ভোলেননি সমর্থকরা। চলমান আসরেও বেশ দাপটের সঙ্গেই শেষ চারে উঠেছে টেম্বা বাভুমার দল। বিপক্ষে সেই অজিরাই। তবে কী আবারও সেই জুজুতে পড়তে যাচ্ছে দলটি? নাকি ‘চোকার্স’ তকমার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ফাইনালে নিজেদের দেখবে দক্ষিণ আফ্রিকা।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *