জয়পুরহাটে পাথরবাহী ট্রাক ভাঙচুর করে অগ্নিসংযোগ
ডেস্ক রিপোর্ট:
জয়পুরহাটের সদর উপজেলায় পাথরবাহী একটি ট্রাক ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার জয়পুরহাট-পাঁচবিবি সড়কের পুরানাপৈল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে পাথর বোঝাই একটি ট্রাক নওগাঁয় যাচ্ছিল। ভোর সাড়ে ৪ টার দিকে পুরানাপৈল রেল গেইট এলাকায় পৌঁছালে চালক ট্রাকের গতি কমি দেয়। এসময় ১২ থেকে ১৩ জন লোক এসে ট্রাকে ইট পাটকেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাকের চালক ও স্থানীয় লোকজন এসে পাশে খাল থেকে পানি দিয়ে নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
জয়পুরহাট থানার উপ-পরির্দশক নাজমুল ইসলাম বলেন, ভোরের দিকে দুর্বৃত্তরা পাথর বোঝাই ট্রাকে আগুন দিয়ে পালিয়ে গেছে। এতে ট্রাকের কেবিনের গ্লাস ও চাকা সামান্য ক্ষতি হয়েছে।
নিউজ ডেস্ক/ডেইলি জয়পুরহাট
সংবাদটি প্রথম প্রকাশিত হয় ডেইলি জয়পুরহাট-এ।