সারাদেশ

ব্যবসায়ীদের জন্য লেভেল ফিল্ড তৈরি করবে বিএনপি: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট: দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড না করার হুঁশিয়ারি আলালের

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

০২:২৭ পিএম | ২২ আগস্ট, ২০২৪ | ৭ ভাদ্র ১৪৩১ | ১৫ সফর ১৪৪৬

দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড না করার হুঁশিয়ারি আলালের

দলের নাম ভাঙিয়ে কোনো রকম সংঘর্ষ, অনৈতিক কর্মকাণ্ড, কুকীর্তি না করতে নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

ক্রমাগত যারা উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলন করছেন তাদেরকে উদ্দেশ্য করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিভিন্ন দাবিতে যারা ফ্রি স্টাইলে আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বলবো, ১৭ বছরের জঞ্জাল ১৭ দিনে সমাধান হবে না। প্রেসক্লাবে আগে বসেছিলেন, দুইদিন পর পিটিয়ে উঠিয়ে দেওয়ার পর শেখ হাসিনার ছবি নিয়ে, জয় বাংলা স্লোগান দিতেন। এসব আমরা দেখেছি। বিএনপি যেখানে সময় দেওয়ার কথা বলছে, আপনারা এতো চাপ সৃষ্টি করছেন কেন?

তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা, হলি আর্টিজানে হত্যা, সাগর-রুনী হত্যাকাণ্ড থেকে শুরু করে এমন কোন কর্মকাণ্ড নেই যা শেখ হাসিনা সরকার করেনি। হিন্দু-মুসলমান, বৌদ্ধ,খ্রিষ্টান সবাইকে নির্যাতন করেছে। সাওতালদের ঘরবাড়ি জায়গার জন্য জ্বালিয়ে দেওয়া হয়েছিল। রামু, নাসিরনগরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, ড. ইউনূসের মতো এতো সম্মানিত একজন মানুষ তাকে পদ্মা নদীতে চুবানোর কথা বলেছে। খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে এতো নির্যাতন করেছে, ৯২ দিন পর তার ছেলের মরদেহ এনে হাজির করেছে। এর চেয়ে কষ্টের একটা মায়ের জন্য আর কি হতে পারে? তারেক রহমানকে যে বিচারপতি খালাশ দিয়েছে তাকে দেশছাড়া করেছে। অন্যদিকে যে খালেদা জিয়াকে সাজা দিয়েছে তাকে প্রমোশন দিয়েছে।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল প্রমুখ।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *