খেলার খবর

বন্যার্তদের নিয়ে যে বার্তা দিলেন মাশরাফি

ডেস্ক রিপোর্ট: চলতি শতাব্দির সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের ১২টি জেলা। লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব অঞ্চলে মানবিক বিপর্যয়ও দেখা দিচ্ছে। 

এমন পরিস্থিতি এবার বাংলাদেশের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকেও ছুঁয়ে গেছে। ফেসবুকে পোস্ট করে নিজের উদ্বেগের কথা জানালেন তিনি, প্রার্থনা করেছেন স্রষ্টার কাছেও।  

তিনি নিজের ফেসবুক পাতায় লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলসহ গোটা দেশ। মানবেতর জীবন পার করছে লাখো মানুষ। মহান আল্লাহ’র কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন দ্রুত পরিত্রাণ পাই।’

এর আগে আরও অনেক ক্রিকেটার এ বিষয়ে পোস্ট করেছেন। গতকাল শরিফুল ইসলাম আর নুরুল হাসান সোহানরা ফেসবুক পোস্টে বিষয়টা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। তাওহীদ হৃদয় ফেসবুক পোস্টে জানিয়েছিলেন সবাইকে নিয়ে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *