সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের মুক্তি চেয়ে মুহাম্মদ ইউনূসকে চিঠি
ডেস্ক রিপোর্ট: বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির সাংবাদিক ফারজানা রুপা ও তার স্বামী শাকিল আহমেদের মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ), একটি আন্তর্জাতিক গণমাধ্যমের স্বাধীনতা সংস্থা যা বাংলাদেশী সাংবাদিক ফারজানা রুপা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল ফ্রান্সে যাওয়ার উদ্দেশে দেশত্যাগের সময় ফারজানা রুপাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার স্বামী শাকিল আহমেদের সাথে গ্রেফতার করা হয়।
আরএসএফ রুপার নিরাপত্তার জন্য বিশেষভাবে উদ্বিগ্ন এবং আশা করে যে বাংলাদেশ কর্তৃপক্ষ তাকে দ্রুত মুক্তি দেবে এবং তাকে ভ্রমণের অনুমতি দেবে।
বিবৃতিতে আরও বলা হয়, রুপা একজন সুপরিচিত অনুসন্ধানী প্রতিবেদক, একাত্তর টিভিতে বিশেষ সংবাদদাতা এবং উপস্থাপক। রুপা দেশের বাইরেও ফ্রান্সসহ অনেক বিদেশী সাংবাদিকদের সাথে কাজ করেছেন। আমরা ফারজানা রুপা এবং তার স্বামীর আটকের জন্য দুঃখ প্রকাশ করছি এবং আশা করি আপনার অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের সুরক্ষার প্রতিশ্রুতি রক্ষা করবে। যা সরকারের আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি অনুযায়ী প্রাথমিক দায়িত্ব। এছাড়া এ বিষয়ে প্রয়োজনীয় যেকোনো তথ্য আপনাকে সরবরাহ করতে প্রস্তুত আছি।
উল্লেখ্য, গত বুধবার (২১ আগস্ট) সকালে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে। এরপর রাজধানীর উত্তরার এক হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখায় পুলিশ।
গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।