বিটিএসের বাইরেও ভিন্ন এক জাংকুক, আসছে ‘আই অ্যাম স্টিল’
ডেস্ক রিপোর্ট: বিখ্যাত কোরিয়ান মিউজিক ব্যান্ড বিটিএস এর অন্যতম জনপ্রিয় তারকা জিয়ন জাংকুক। বয়সে সবচেয়ে ছোট হলেও বলা যায়, ব্যক্তিগত সফলতার দিক থেকে দলের অন্যান্য সদস্যের চেয়ে এগিয়ে আছেন তিনি। প্রথম একক সঙ্গীত অ্যালবাম ‘সেভেন’ দিয়েই তিনি হৈ-চৈ ফেলে দেন, গড়েন রেকর্ড।
জিয়ন জাংকুক / ছবি: সংগৃহীত
বিটিএসের মাধ্যমে বিশ্বের সঙ্গীত দরবারে পরিচিতি পেলেও, এবার নিজস্ব পরিচয় স্থাপনের ভিত্তি গড়ছেন জাংকুক। শিগগিরই আসছে তার নতুন ডকুমেন্টরি ‘আই অ্যাম স্টিল’। ২২ আগস্ট (বৃহস্পতিবার) ব্যাংটন টিভির ইউটিউব চ্যানেল থেকে এই ডকুমেন্টরির ট্রেইলার প্রকাশ করা হয়। থিয়েটারে এটি প্রকাশ করা হবে সেপ্টেম্বর মাসের ১৮ তারিখে। ৮ মাসে ১২০ টি দেশে ভ্রমণের অভিজ্ঞতা একত্রিত করে জাংকুকের এই ডকুমেন্টরি তৈরি করা হয়েছে। ইতোমধ্যেই ভিডিওর কমেন্ট বক্সে জাংকুকের হাজার হাজার ভক্ত এবং অনুরাগীদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাতে দেখা যায়।
জাংকুক / ছবি: সংগৃহীত
প্রকাশিত ট্রেইলারে জাংকুকের কিছু বক্তব্যের অংশও প্রকাশ করা হয়। ট্রেইলার শুরু হয় জাংকুকের হোটেল রুমের সামনে, যেখানে সে বক্তব্য দিচ্ছিল। বিটিএসের বাইরেও নিজের আলাদা একটা পরিচয় গড়ে তোলা, যেন অবিশ্বাস্য মনে হয় তার কাছে।
ডকুমেন্টরির সাক্ষাৎকারে জাংকুক / ছবি: সংগৃহীত
জাকুক বলেন,‘ এই সব অর্জন আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। আপনা থেকেই এই অগ্রগতির প্রক্রিয়াটি আমার ভালো লাগছে। তাই আমিও থেমে যেতে চাইনা।’ সাক্ষাৎকার চলাকালে লাজুক হাসি হেসে তিনি বলেন,‘ আমি নিজেকে কখনোই অতটা প্রতিভাবান ভাবিনা। আমি শুধু নিজের কমতির জায়গা গুলো খুঁজে বের করে তা শোধরানোর চেষ্টা করি।
বিটিএস তারকা জাংকুক / ছবি: সংগৃহীত
এই ক্লিপে কনসার্টের স্টেজে ওঠার পূর্বপ্রস্তুতি নেওয়ার সময়, শো’তে পারফর্ম করার সময়, নিজের অ্যালবাম আর বিটিএসের ব্যাপারে তার নানান বক্তব্য দিতে দেখা যায় ট্রেইলারে। এছাড়াও এই পপ-তারকার নিজের খাবার-দাবার এবং গান রেকর্ডের অভিজ্ঞতাও শেয়ার করতে দেখা যায়।
কনসার্টে জাংকুক
গত কয়েক বছরে কোরিয়ান মিউজিক ইন্ড্রাস্ট্রির জনপ্রিয়তা বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কে-পপ ব্যান্ডের কল্যাণে এরকমটা সম্ভব হয়েছে, যার মধ্যে বিটিএস ব্যান্ডের ভূমিকা সবচেয়ে বেশি। এই ব্যান্ডের সব ক’জন শিল্পীই বেশ জনপ্রিয়। তবে একক কাজ এবং ব্যক্তিত্বের কারণে শুধু বিটিএস নয়, সম্পূর্ণ সঙ্গীতজগতেই জনপ্রিয়তার দিক থেকে শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছে জাংকুক।
ফিফা ওয়ার্ল্ডকাপে ‘ড্রিমার্স’ গান / ছবি : সংগৃহীত
এর আগে একক অ্যালবাম ছাড়াও, কাতারে অনুষ্ঠিত হওয়ার সর্বশেষ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন জাংকুক। ‘ড্রিমার্স’ শী্র্ষক একক গান গেয়ে অনেক প্রশংসা পান তিনি।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।