জয়পুরহাটে দেওয়াল ধসে কৃষকের মৃত্যু
ডেস্ক রিপোর্টঃ জয়পুরহাটের আক্কেলপুরে দেওড়া গ্রামে মাটির দেওয়াল ধসে আবুল হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন একই গ্রামের তছের আলী জোয়ারদার ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য উজ্জল কুমার সাহা।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে দেওড়া গ্রামের কৃষক আবুল হোসেনের বাড়ির দেওয়াল নরম হয়ে পড়ে। শনিবার ভোরে তিনি ওজু করার জন্য বাড়ির টিউবওয়েলে যান।
এসময় বৃষ্টিতে নরম হওয়া দেওয়াল হঠাৎ করে তার ওপর ধসে পরে তিনি চাপা পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
আল মামুন/জেডএইচ/এএসএম
সংবাদটি প্রথম প্রকাশিত হয় জাগো নিউজ ২৪-এ।