খেলার খবর

বন্যার্তদের জন্য এক কোটি টাকা অনুদান বিসিবির

ডেস্ক রিপোর্ট: ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের অন্তত ১৩টি জেলা। বন্যাকবলিত এলাকার মানুষের জীবনযাত্রা এখন বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে গতকাল শুক্রবার বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন, এক কোটি টাকা দিয়ে বন্যার্তদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড।

আজ সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেছেন, ‘এই এমাউন্টটা এখন পর্যন্ত চিন্তা করেছি, এর বাইরে আমরা সবসময়ই সাহায্য করতে চাই। শুরুতে আমরা এক কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি।’

‘আপনারা জানেন যে এত বড় বন্যা এসেছে, যার জন্য আমরা সবাই খুবই দুঃখিত। বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। আমরা সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাচ্ছি। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার (দুর্যোগ ও ত্রাণ তহবিল)। ওখানে আমরা একটা নগদ টাকা দেওয়ার চিন্তা ভাবনা করছি।’- যোগ করেন তিনি।

তবে এই ত্রাণের ব্যাগগুলোতে কী কী থাকছে? এই বিষয়ে কৌতূহলে বোর্ড সভাপতিকে জিজ্ঞেস করা হয়। তার জবাব, ‘একটা ব্যাগে শুকনো খাবার থাকে। আপনারা জানেন রান্নার সুযোগ নেই। চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, লাইট, স্যালাইন এগুলো দেওয়া হয়েছে।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *