আন্তর্জাতিক

দখল নয়, গাজাকে মুক্ত করতে হবে: নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল নয়, মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, গাজা সিটিতে হামাসের সঙ্গে মোকাবিলায় ‘ব্যর্থ কৌশলে’ ফিরে আসা যাবে না।

এসময় নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেছেন যে ইসরায়েল গাজা দখল করতে চাইছে না, তবে সেখানে সন্ত্রাসের পুনঃউত্থান রোধে সামগ্রিক সামরিক দায়িত্ব চায়।

তিনি বলেন, আমাদের গাজাকে নিরস্ত্রীকরণ করতে হবে এবং গাজাকে মুক্ত করতে হবে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে সতর্ক করে বলেন, গাজা দখল একটি বড় ভুল হবে।

আমাদের একটি সাংস্কৃতিক পরিবর্তন দরকার উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের জন্য একইভাবে আলাদা ভবিষ্যত থাকতে হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা এমন একটি বেসামরিক প্রশাসন গাজায় প্রবেশ করতে পারি না যেটি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করবে না, যেটি সন্ত্রাসীদের অর্থায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *