প্রথমবার বাবা হলেন শাহিন আফ্রিদি
ডেস্ক রিপোর্ট: স্ত্রী অন্তঃসত্ত্বা থাকায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি খেলা নিয়ে কিছুটা দ্বিধা ছিল পাকিস্তানের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদির। দলের কোচও বলেছিলেন যে, এই সময়ে খেলা ছেড়ে পরিবারের সঙ্গে থাকাটাই উত্তম হবে। কিন্তু আফ্রিদি নিজের পেশাদারিত্বটাই বেছে নিলেন এবং রাওয়ালপিন্ডি টেস্টে মাঠে নামলেন।
আজ চতুর্থ দিনের তৃতীয় সেশনে তার কানে আসলো সুখবরটি। প্রথমবার বাবা হয়েছেন শাহিন আফ্রিদি। শাহিনের স্ত্রী আনশা আফ্রিদি, যিনি কিনা পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদির কন্যা, তার কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে এক পুত্র সন্তান।
আফ্রিদির পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবা হওয়ার সুখবরটি জানিয়েছে। আফ্রিদি ও আনশার প্রথম সন্তানের নাম তারা আগেই ঠিক করে রেখেছিলেন। সে অনুসারে নিজেদের প্রথম পুত্র সন্তানের নাম রেখেছেন আলী ইয়ার শাহিন আফ্রিদি।
চলমান টেস্টে বল হাতে আজ উইকেট শিকার করে ছেলে সন্তানের আগমন উদযাপন করেছেন এই তারকা পেসার। দুই হাত দুইদিকে দুলিয়ে বাচ্চা কোলে নেওয়ার মতো করে উদযাপন করেছেন তিনি। ৩০ ওভার বোলিং করে ৮৮ রান খরচে ২টি উইকেট শিকার করেছেন শাহিন।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।