হজের জমানো টাকা বন্যার্তদের অনুদান দিলেন ছোট্ট সোহা-রুজদান
ডেস্ক রিপোর্ট:
‘মহেশখালী ছাত্রজনতা’ ফান্ডে ওমরা হজের জন্য জমানো ৬৯ হাজার ৫০০ টাকা অনুদান দিলেন ছোট্ট সোহা ও রুজদান।
সোহা ও রুজদান মহেশখালী পৌরসভার হারুন উদ্দিন রুকনের দুই সন্তান। সারাদেশে যখন ধনী গরীব, ভিক্ষুক, জাত, বর্ণ ভেদাভেদ ভুলে সকলেই এক কাতারে এসে দাঁড়িয়েছেন, ছোট্ট শিশুরাও যখন প্লাস্টিকের ব্যাংকের জমানো টাকা বন্যার্তদের সাহায্যার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে গণত্রাণে অংশ নিচ্ছেন। সেসব ভিডিও মোবাইলে দেখে দুই ভাই বোন অনুপ্রাণিত হয়ে সিদ্ধান্ত নেন তাদের জমানো টাকা বন্যার্তদের অনুদান দিবেন। সন্তানদের এমন উদ্যোগে তার মা-বাবাও সম্মতি দেন ।
পরে শনিবার (২৪ আগস্ট) মহেশখালী ছাত্র-জনতার কাছে তাদের দুই ভাই বোন ৬৯ হাজার ৫০০ টাকা জমা দেন। এসময় তাদের বাবাও সাড়ে ১০ হাজার টাকা প্রতিনিধিদের হাতে তুলে দেন।
আফিয়া হুমায়ুন সোহা ও সাবিত উদ্দিন রুজদান আগামী রমজান মাসে মা-বাবার সাথে সৌদি আরবে ওমরাহ হজ্জে যাওয়ার পরিকল্পনা করেছিল। সেই ইচ্ছা নিয়ে সুহা জমিয়েছে ৪৭ হাজার ৯০০ টাকা, সাবিত জমিয়েছে ২১ হাজার ৬০০ টাকা। মহান আল্লাহর ঘর তাওয়াফ করতে যখন যা উপহার পেত সবটাই জমিয়েছিল দুই ভাই-বোন।
মহেশখালী ছাত্রজনতার প্রতিনিধিরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, এমন সন্তানের পিতা-মাতা হওয়া গৌরবের। সুহা ও রুজদানের এ আমানত সঠিক জায়গায় পৌঁছানো হবে বলে জানান।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।