খেলার খবর

ইউরো বাছাইয়ে স্পেন-পর্তুগালের সহজ জয়

ডেস্ক রিপোর্ট: টানা ছয় ম্যাচ জিতে আগেই ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের টিকেট কেটে রেখেছে পর্তুগাল। তবেও যেন মেটেনি জয়ের ক্ষুধা। জয় তুলে নিচ্ছে একের পর এক ম্যাচে। প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে লিখটেনস্টাইনকে ২-০ গোলে হারিয়েছে তারা। অন্যদিকে, দিনের আরেক ম্যাচে সাইপ্রাসের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে স্পেন।

প্রথমার্ধে পর্তুগালকে বেশ ভালোভাবেই আটকে রেখেছিল স্বাগতিকরা। তবে বিপত্তি আসে দ্বিতীয়ার্ধের শুরুতেই। দিয়োগো জটার থ্রু পাস থেকে দারুণ এক শট জালে জড়ান তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন সাবেক এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ১০ গোল নিয়ে আছেন ইউরো বছাইয়ের এই আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার হিসেবে।

মিনিট দশেক পরেই ব্যবধান দিগুণ করেন জোয়াও কানসেলো। টানা নয় ম্যাচে জয় তুল নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষেই থাকল রবের্তো মার্তিনেসের দল।

অন্যদিকে, মূল পর্ব নিশ্চিত হওয়া আরেক দল স্পেন, গোল পায় ম্যাচের শুরুতেই। সাইপ্রাসের মাঠে ফিরতি লেগে দলকে সূচনা এনে দেন ১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল। ২২তম মিনিটে ব্যবধান দিগুণ করেন মিকেল ওইয়ারসাবাল। তার মিনিট পাঁচেক বাদে আরও একটি গোল করেন জোসেলু।

ম্যাচের বাকি সময় আর কোনো গোলের দেখা পায়নি স্পেন। ৭৫তম মিনিটে একটি গোল শোধ করে সাইপ্রাস।

এই জয়ে সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে স্পেন।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *