চিকিৎসক আটক ও হাসপাতাল খালি করার নির্দেশ ইসরায়েলের
ডেস্ক রিপোর্ট: চিকিৎসক আটক ও হাসপাতাল খালি করার নির্দেশ ইসরায়েলের
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ইবনে সিনা হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এছাড়াও দুজন চিকিৎসককেও আটক করেছে ইসরায়েলিরা।
শুক্রবার (১৭ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে ।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দুই চিকিৎসককে আটক করেছে এবং জেনিনের ইবনে সিনা হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে। মূলত গাজার পাশাপাশি পশ্চিম তীরেও নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী হাসপাতালটিকে চারদিক থেকে ঘিরে ফেলে অ্যাম্বুলেন্স তল্লাশি চালায় এবং লাউডস্পিকারের মাধ্যমে হাসপাতালটি খালি করার নির্দেশ দেয়।
এর আগে রাতের আঁধারে ইসরায়েলি বাহিনী জেনিন শহর ও জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে কমপক্ষে সাতজনকে গ্রেফতার করে এবং এলাকার বহু রাস্তা ভেঙে দেয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এদিকে ইসরায়েলি বাহিনী জেনিনের হাসপাতাল এলাকাও ঘিরে রেখেছে। আল জাজিরা বলছে, প্রায় ৮০টি ইসরায়েলি সামরিক যান জেনিন শহরে প্রবেশ করে এবং শহরের গভর্নরেট হাসপাতালের এলাকাও ঘিরে ফেলে।
বেশ কিছু ভিডিও ফুটেজে হাসপাতালের চিকিৎসকদের সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। এর আগে তাদের হাত তুলে বেরিয়ে আসতে বলেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া জেনিন শহরের টেলিযোগাযোগ বিঘ্নিত হয়েছে এবং শহরের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এতে সেখানকার প্রকৃত পরিস্থিতি যথাযথভাবে সামনে আসছে না বলেও জানিয়েছে আল জাজিরা।
পাতায়াতে ‘প্রবাসী স্কিম’ নিয়ে আলোচনা ২৪ নভেম্বর
ছবি: সংগৃহীত
থাইল্যান্ডে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী স্কিম’ সম্পর্কে উদ্বুদ্ধ করতে এবং সঠিক নিয়ম জানাতে এক আলোচনা সভার আয়োজন করেছে ব্যাংককের বাংলাদেশ দূতাবাস। আগামী ২৪ নভেম্বর ২০২৩, শুক্রবার পাতায়া সিটি হলে এই সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মাসূমুর রহমান আমন্ত্রিত চিঠিতে জানানো হয়, প্রধানমন্ত্রী এরই মধ্যে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেছেন। এই স্কিমের মধ্যে ‘প্রবাসী স্কিম’ সম্পর্কে থাইল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের উদ্বুদ্ধ এবং অবগত করতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার চনবুরি প্রদেশের ১৭১ মু ৬ আমফোই বাং লামুংয়ের পাতায়া সিটি হলে বিকাল ২ টায় এই সভা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, অনুষ্ঠানে ‘প্রবাসী স্কিম’র ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকবে। এরপর উপস্থিতরা সাধারণ আলোচনায় অংশ নিবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
দূতাবাসের ওয়েবসাইটে গুগল ফর্মের মাধ্যমে আগ্রহীরা অনুষ্ঠানে উপস্থিত থাকতে নিবন্ধন করতে পারবেন।
;
চীন-মিয়ানমার সীমান্তে ৫.৭ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত
চীন-মিয়ানমার সীমান্ত অঞ্চলে শুক্রবার (১৭ নভেম্বর) সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন অনুভূত হয়েছে থাইল্যান্ডেও।
শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং এপি।
প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, শুক্রবার চীন-মিয়ানমার সীমান্ত অঞ্চলে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।
অন্যদিকে এপি বলেছে, শুক্রবার সকালে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমারের পূর্বাঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলেছে, ৫.৭ মাত্রার এই ভূমিকম্পটি শান রাজ্যের কেং তুং শহরের প্রায় ৭৬ কিলোমিটার (৪৭ মাইল) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে।
অবশ্য ভূমিকম্পের ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও বিবরণ পাওয়া যায়নি। আর এই এলাকাটি চীন, লাওস এবং থাইল্যান্ডের সীমান্তের কাছে অবস্থিত।
এপির প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ও জনপ্রিয় পর্যটন গন্তব্য চিয়াং মাইতেও কম্পন অনুভূত হয়েছে।
উল্লেখ্য, ভূতাত্ত্বিক গঠনের কারণে বাংলাদেশের সীমান্তবর্তী ৬ লাখ ৭৬ হাজার ৫৭০ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটিতে ভূমিকম্প প্রায় নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ হিসেবে পরিচিত।
;
দখল নয়, গাজাকে মুক্ত করতে হবে: নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল নয়, মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, গাজা সিটিতে হামাসের সঙ্গে মোকাবিলায় ‘ব্যর্থ কৌশলে’ ফিরে আসা যাবে না।
এসময় নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেছেন যে ইসরায়েল গাজা দখল করতে চাইছে না, তবে সেখানে সন্ত্রাসের পুনঃউত্থান রোধে সামগ্রিক সামরিক দায়িত্ব চায়।
তিনি বলেন, আমাদের গাজাকে নিরস্ত্রীকরণ করতে হবে এবং গাজাকে মুক্ত করতে হবে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে সতর্ক করে বলেন, গাজা দখল একটি বড় ভুল হবে।
আমাদের একটি সাংস্কৃতিক পরিবর্তন দরকার উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের জন্য একইভাবে আলাদা ভবিষ্যত থাকতে হবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা এমন একটি বেসামরিক প্রশাসন গাজায় প্রবেশ করতে পারি না যেটি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করবে না, যেটি সন্ত্রাসীদের অর্থায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
;
বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি: মিলার
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণের দাবির সঙ্গে একমত যুক্তরাষ্ট্র। সহিংসতা মুক্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিজেদের অবস্থানের কোনো পরিবর্তন করেনি দেশটি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে বিরোধীদলসূহের দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচন আয়োজনের টার্গেট নিয়ে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রসঙ্গ উল্লেখ করে ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী জানতে চান, আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশে আগামী ৭ জানুয়ারি ভোটের দিন ঘোষণা করেছে সরকার। বিরোধীদলসমূহের চলমান বিক্ষোভে সরকার পদত্যাগের দাবি এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমঝোতার আহবান প্রত্যাখান করে নির্বাচনের এই তারিখ ঘোষণা করা হলো। ক্ষমতাসীনদল বাদে প্রধান বিরোধিদলসহ দেশের সকল রাজনৈতিকদল এই তফসিলকে প্রত্যাখান করেছে। আর অন্যদিকে সরকারের বিরোধীদের ওপর নিপীড়ন অব্যাহত রয়েছে। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?
জবাবে স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র মিলার বলেন, আগামী নির্বাচন নিয়ে আমাদের যে বার্তা তাতে কোনো নড়চড় হয়নি। নির্বাচনের তারিখ ঘোষণার পরও একই বার্তা দিচ্ছি। বাংলাদেশের জনগণ যা চায়, আমরাও তা চাই। সেটা হল শান্তিপূর্ণ উপায়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন।
তিনি বলেন, আমরা বাংলাদেশে কোনো একক দলকে সমর্থন করি না। এক দলের ওপর অন্য রাজনৈতিক দলকে প্রাধান্যও দেওয়া হয় না। আমরা সব পক্ষকে আহবান জানাই তারা যেন সংযম অবলম্বন করে, সহিংসতা পরিহার করে এবং শান্তিপূর্ণ উপায়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরিতে যেনো একসঙ্গে কাজ করে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে লক্ষ্য করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের হামলা এবং প্রাণনাশের হুমকিকে অগ্রহণযোগ্য মন্তব্য করে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, রাষ্ট্রদূতদের বিরুদ্ধে যেকোন রকমের হুমকিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে যুক্তরাষ্ট্র।
পিটার হাসকে হামলার হুমকি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে বেশ কয়েকবার উদ্বেগ জানানো হয়েছে উল্লেখ করে মিলার সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, রাষ্ট্রদূতদের নিরাপত্তা নিশ্চিতে স্বাগতিক দেশের যে বাধ্যবাধকতার শর্ত রয়েছে তা মেনে চলবে।
;
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।