গাজার স্কুলে আসা হচ্ছে না ৬ লাখ ৩০ হাজার শিশুর
ডেস্ক রিপোর্ট: গাজা উপত্যকার ৬ লাখ ৩০ হাজার শিশুর আর স্কুলে আসা হচ্ছে না। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের যুদ্ধের ফলে বাস্তুচ্যুত হওয়ার পর সবাই ছড়িয়ে-ছিটিয়ে পড়েছেন। ফলে দ্বিতীয় বছরেও স্কুলে আসা হচ্ছে না এ সব শিশুর বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।
সোমবার (৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা খবরের আপডেট হিসেবে এ তথ্য জানায়।
এদিকে, গাজায় ইসরায়েলের বোমা হামলার কারণে মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এলাকার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্যালটেল এবং ফিলিস্তিনের বার্তাসংস্থা ওয়াফা এ খবর জানায়।
খবরে আরও জানানো হয়, গাজা যুদ্ধের ফলে পশ্চিম তীর ও জর্ডানের মধ্যকার দ্য কিং হুসেই (অ্যালেনবাই) সেতুটি বিধ্বস্ত হয়েছিল। সোমবার ফের সেটি সবার জন্য খুলে দেওয়া হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৪০ হাজার ৯শ ৭২ ফিলিস্তিনি নিহত এবং ৯৪ হাজার ৭শ ৬১ জন আহত হয়েছেন।
অন্যদিকে, ৭ অক্টোবরের হামলায় ১ হাজার ১শ ৩৯ জন ইসরায়েলি নিহত এবং ২০০ ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে যায় হামাস।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।