নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে একাধিক নতুন মুখ
ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ ব্যাটার শাহাদাত হোসেন দিপু, পেসার হাসান মাহমুদ এবং বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। এছাড়াও এই সিরিজে বাংলাদেশের হয়ে খেলবেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এবং সহ অধিনায়ক লিটন দাস। যার কারণে এই সিরিজে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তকে।
ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই এবার টাইগারদের সামনে নতুন চ্যালেঞ্জ, কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ। তবে এই সিরিজে সাকিব, লিটন, তাসকিন, তামিমদের মতো বেশকিছু বড় ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। যার কারণে কপাল খুলেছে বেশ কিছু তরুণ ক্রিকেটারের। এছাড়াও দীর্ঘদিন পরে জাতীয় দলে সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।
২৮ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট এবং ৬ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন, মাহমুদুল হাসান, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন, হাসান মুরাদ।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।