আন্তর্জাতিক

‘সংসদের চলতি অধিবেশনে ফিলিস্তিনিদের নিয়ে আলোচনা হবে’

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে জনস্বার্থ সম্পর্কিত কোনো বিষয় নিয়ে আলোচনা করার কথা বলা আছে। সেই বিধি মোতাবেক সংসদে ফিলিস্তিনি ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। তবে কোন দিন আলোচনা করা হবে সেটা এখনও বলা হয়নি।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় স্পীকার সংসদের বৈঠকে এ তথ্য জানান।

অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি কোন বিষয়ে বক্তব্য দেবেন, তা জানতে চান স্পিকার। তখন মাইজভান্ডারী বলেন, তিনি ফিলিস্তিন নিয়ে বক্তব্য দেবেন।

এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, আজ (গতকাল) এ বিষয়ে বলার প্রয়োজন নেই। কারণ, চলতি অধিবেশনে একটি দিন নির্ধারণ করা হবে, যেদিন এ বিষয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গতকাল রোববার চলতি সংসদের ২৫তম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য সংসদ শোক জানায়।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *