খেলার খবর

রেকর্ড ১৪ গোলে ফ্রান্সের জয়

ডেস্ক রিপোর্ট: ৭, ৮ কিংবা ১০ নয়। ফ্রান্স জিতেছে ১৪-০ গোলের ব্যবধানে। ইউরো বা ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপের কোনো দলের করা এটিই সর্বোচ্চ গোল। জিব্রাল্টারকে গোল বন্যায় ভাসিয়ে ইউরো ২০২৪ বাছাইয়ে এখন পর্যন্ত সাত ম্যাচের প্রত্যেকটিতে জিতল ফ্রান্স।

ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় ফ্রান্স। তৃতীয় মিনিটে তাদের সেই গোল উপহার দেন জিব্রাল্টারের ডিফেন্ডার সান্তোস। সেখান থেকেই শুরু গোল বন্যা। এদিন হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপে ও জোড়া গোল করেছেন অলিভিয়ে জিরু ও কিংসলে কোমান। একটি করে গোল পেয়েছেন ওয়ারেন জাইরে-এমেরি, জনাথন ক্লাউস, ইউসুফ ফোফানা, আদ্রিও রাবিও ও উসমান দেম্বেলে।

ইউরো বাছাইয়ে সর্বোচ্চ গোলের আগের রেকর্ডটি ছিল জার্মানির, সান ম্যারিনোর বিপক্ষে, ২০০৬ সালে ১৩-০ গোলের। ১৯৯৫ সালে আজারবাইজানের বিপক্ষে ফ্রান্স জিতেছিল ১০-০ গোলে।

এই জয়ে সাত ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ‘বি’-গ্রুপের শীর্ষে থাকলো দিদিয়ের দেশমের দল।

নিজেদের রেকর্ড হারানোর দিনে আরও এক ধাক্কা খেল ইউরো ২০২৪-এর আয়োজক দল জার্মানি। তুরস্কর কাছে ৩-২ ব্যবধানে হেরেছে দলটি। আয়োজক দেশ হওয়ায় বাছাই খেলতে হচ্ছে না ইউলিয়ান নাগলসম্যানের দলকে।

 

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *