সারাদেশ

দেশের মানুষ ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দেশের মানুষ ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে: তথ্যমন্ত্রী

ছবি: বার্তা২৪.কম

আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে আমরা বদ্ধপরিকর। গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত থাকবে। দেশের মানুষ ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘আপনারা জানেন একটি দল নির্বাচন বর্জন ও প্রতিহতের ঘোষণা দিয়েছে। নির্বাচন বর্জন যে কেউ করতে পারে। কিন্তু প্রতিহত করার অধিকার কারো নেই।’

তিনি বলেন, ‘’নির্বাচনে প্রতিহত করার ঘোষণার মাধ্যমে তারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার ঘোষণা দিয়েছে। তারাই ঘোষণা দিয়ে সারাদেশে আগুন সন্ত্রাস চালাচ্ছে।’

জামায়াতের নিবন্ধন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আদালতের আগের রায়টি উচ্চ আদালত বহাল রেখেছে। এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার।’

নিজ মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘গত তিনবার আমাদের দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে আমার উপর আস্থা রেখেছেন। আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছে। এবারে যদি দল আমাকে মনোনয়ন দেয়। তাহলে আমি জনগণের জন্য আবারও কাজ করার সুযোগ পাবো।’

তিনি বলেন, ‘আমি সারা বছরই আমার নির্বাচনী এলাকায় যাই, সব মানুষের পাশে থেকেছি। সারা বছর এত রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ততার মধ্যে থেকেও আমি নির্বাচনী এলাকায় প্রতি সপ্তাহে গিয়েছি। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর সব মানুষের জন্য কাজ করেছি। দলের ঊর্ধ্বে উঠে, দলমত নির্বিশেষে সব মানুষের পাশে থেকে কাজ করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি আশা করি দল মত নির্বিশেষে সবাই আমাকে নির্বাচিত করবে।’

জাতীয় পার্টি নির্বাচন নিয়ে দ্বিধায় আছে: চুন্নু

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দ্বিধায় আছে। এখনও নির্বাচনে যাওয়ার মতে পরিবেশ দেখা যাচ্ছে না, যে কারণে সময় নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

রোববার (১৯ নভেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি ।

মুজিবুল হক চুন্নু বলেন, এখন যে অবস্থা তাতে জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় আছে। আমরা চিন্তা করছি নির্বাচনে যাওয়া ঠিক হবে কিনা। নির্বাচনে যাওয়ার মতো পরিবেশ তৈরি হলে আমরা অংশ নেবো। নির্বাচনে অংশ নেওয়ার জন্য যেসব প্রস্তুতি প্রয়োজন হয়, সেসব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, সারা দেশের মানুষ জিম্মি অবস্থায় রয়েছে। একটি অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছে। একটি দল নির্বাচন করবেই, আরেকটি দল সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে যাবে না। তাদের ইগোর সমস্যা দেখা যাচ্ছে। জাতীয় পার্টি কারো পদত্যাগ চায় না, একটি সুষ্ঠু পরিবেশ চায়। পার্টির চেয়ারম্যান জিএম কাদের বার বার সংলাপের প্রস্তাব করেছে। সরকার যদি উদ্যোগ নিত তখন কেউ না গেলে কথা ছিল না। আমরা মনে করছি এখনও আলোচনার মাধ্যমে সংকটের সমাধানের সুযোগ রয়েছে।

রওশন এরশাদের নির্বাচনে যাওয়ার ঘোষণা প্রসঙ্গে মুজিবুল হক চুন্নু বলেন, আমার মনে হয় ওনার স্বাভাবিক জ্ঞানটা নেই। অন্যের দ্বারা পরিচালিত হচ্ছেন। শনিবার (১৮ নভেম্বর ) নির্বাচন কমিশনে চিঠি দিয়ে মহাজোটগতভাবে নির্বাচনের কথা বলেছে। আমি তাকে ফোন করেছিলাম, তাকে বললাম আপনারতো এই চিঠি দেওয়ার এখতিয়ার নেই। আর আওয়ামী লীগ কিছু বলেনি আপনি কেমনে মহাজোট করবেন।

তিনি আরও বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। জাতীয় পার্টির কোনো নেতাকর্মী তার (রওশন এরশাদ) সঙ্গে নেই। কিছু বহিষ্কৃত নেতা তার সঙ্গে রয়েছে। রওশন এরশাদ শুধু জাতীয় পার্টির পদে রয়েছেন সেটি প্রধান পৃষ্ঠপোষক । ওই পদের কোনো নির্বাহী ক্ষমতা নেই, সিনিয়র সদস্য হিসেবে সম্মানিত করা হয়েছে।

;

আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন ব্যারিস্টার সুমন

ছবি: বার্তা২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

এসময় তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছি। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তবে এলাকার উন্নয়নের জন্য নিঃশর্তভাবে কাজ করব। রাষ্ট্রের যত সুবিধা আছে সবকিছু দিয়ে এলাকার উন্নয়নের ইতিহাস বদলে দিতে চাই।

তিনি বলেন, সংসদ সদস্য হওয়া মানে কোনো অনুদান বা বৃত্তিপ্রদান নয়। সংসদ সদস্য মানে বয়স শেষ হয়ে যাওয়ার পর পুরস্কার হিসেবে পাওয়াও নয়। এটা একটা দায়িত্ব। সংসদ সদস্য হওয়া মানে সাড়ে চার লাখ মানুষ খাবার পেলো কিনা সেটার দায়িত্ব নেওয়া। মানুষের সুখ-দুঃখ কষ্টের দায়িত্ব নেওয়া। এর জন্য প্রয়োজন এনার্জি আর সততা। আমি সংসদ সদস্য নমিনেশন নেওয়ার বহু আগে থেকে মানুষের জন্য কাজ করি। অন্যায়ের প্রতিবাদ করি। আমার আদর্শ হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর নেতৃত্ব মানি জননেত্রী শেখ হাসিনাকে। তার (প্রধানমন্ত্রীর) সোনার বাংলা বানানোর ভিশন পূরণের জন্য আমি কাজ করে যাচ্ছি। তবে ব্যক্তি হিসেবে আমি লিমিটেড। আমি চাইলেই খুব বেশি পারবো না। সবমিলিয়ে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে আরও বেশি করে দাঁড়ানোর সুযোগ নেওয়ার জন্যই মনোনয়নপত্র কিনেছি।

উল্লেখ্য, শনিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা, যা চলবে মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত।

;

নেতাকর্মীদের চাপে কার্যালয়ে ঢুকতে পারেননি কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ের কারণে কয়েকবার চেষ্টা করেও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে পারেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জিপিও হয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ওবায়দুল কাদের। এরপর অন্তত তিনবার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন তিনি।

ভিড়ের কারণে মূল রাস্তা থেকে কার্যালয়ের রাস্তায় গাড়ি নিয়ে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব ছিল না। পরে গাড়ি থেকে নেমে হেঁটে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে আসেন। ১০ মিনিট পর একইভাবে আবারও চেষ্টা করে ব্যর্থ হন তিনি। সবশেষ ১২টার দিকে আবারও পরিদর্শনে আসেন তিনি। এবার ভিড় এতোই বেশি ছিল যে, গাড়ি থেকে আগের দুইবারের মতো নামার চেষ্টা না করে ঘুরে যান।

দলের উপ-দফতর সম্পাদক সায়েম খান জানান, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফরম বিতরণ পরিদর্শনে গিয়েছিলেন, চেষ্টা করে ব্যর্থ হয়ে আমাদের সভানেত্রীর কার্যালয়ে চলে এসেছেন।

উল্লেখ্য, শনিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা, যা চলবে মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত।

;

নৌকার মনোনয়ন ফরম নিয়েছেন নঈম নিজাম

নৌকার মনোনয়ন ফরম নিয়েছেন নঈম নিজাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি নিজে।

বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, কুমিল্লা-১০ আসন থেকে লড়তে তিনি মনোনয়ন কিনেছেন।

নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই- এ তিনটি উপজেলা নিয়ে কুমিল্লা-১০ সংসদীয় আসন। এই আসনের বর্তমান এমপি অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। এর আগে তিনি সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তিনি এ আসন থেকে ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন।

বর্তমানে এই আসনের ভোটার সাত লাখ ৩৪ হাজার ৫২৯ জন। এর মধ্যে সদর দক্ষিণ উপজেলায় দুই লাখ ১২ হাজার ৬৬ জন, লালমাই উপজেলায় এক লাখ ৭১ হাজার ২৫০ জন এবং নাঙ্গলকোট উপজেলায় তিন লাখ ৫১ হাজার ২১৩ জন ভোটার রয়েছেন। এ আসনে মোট ভোটারের মধ্যে পুরুষ তিন লাখ ৮০ হাজার ৭৬৯ জন এবং নারী তিন লাখ ৫৩ হাজার ৭৫৫ জন রয়েছেন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন পাঁচজন। এই আসনে সদর দক্ষিণ উপজেলার সাতটি, লালমাই উপজেলার নয়টি ও নাঙ্গলকোটের একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন রয়েছে।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *