আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬, আহত ৪

ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত ও চারজন আহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) চীনা গণমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে পাতি অঞ্চলের ট্রাফিক পুলিশের প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে জানায়, স্থানীয় সময় রাত ২টার দিকে প্রদেশটির পাতি অঞ্চলে একটি যাত্রীবাহী বাস ও দুটি সেমি-ট্রেইলার ট্রাকের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

পাতি ট্রাফিক পুলিশের প্রধান আসফাউরি স্থানীয় গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার সময় বাসটিতে ২৮ জন যাত্রী ছিলেন। এতে ঘটনাস্থলেই চালক ও চার যাত্রী নিহত হন। নিহত অন্যজন ট্রাক চালক। হতাহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে অতিরিক্ত যাত্রীবোঝাই নিম্নমানের যানবাহন, বেহাল সড়ক ব্যবস্থা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *