সারাদেশ

র‍্যাবের জালে ভুয়া এনএসআই আটক

ডেস্ক রিপোর্ট: র‍্যাবের জালে ভুয়া এনএসআই আটক

ছবি: বার্তা২৪.কম

ভুয়া এন.এস.আই পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে নারায়ণগঞ্জ রূপগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ এর ক্রাইম প্রিভেশন কোম্পানী-৩।

র‌বিবার রাতে পূর্বাচল উপশহর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোঃ হাফিজুর রহমান (৩৪), পশ্চিম পুরন্দপুর (মোল্যা ডাঙ্গা) মহেশপুর ঝিনাইদহ জেলার মোঃ আব্দুল হক এর ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাতে মোঃ হাফিজুর রহমান, পূর্বাচল উপশহর বাচ্চু মিয়া নামের এক ব্যক্তির ছেলের নামে ডিবি কার্যালয়ে মামলা আছে বলে তাকে জানায় এবং মামলার ভয় দেখিয়ে অর্থ দাবি করে।

নুর হোসেন নামের আরেক ব্যক্তি জানান যে মোঃ হাফিজুর রহমান ইতঃপূর্বে এনএসআই অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে এলাকার লোকজন থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সদস্য দাবি করে। তার কথায় সন্দেহ হলে র‌্যাবের গোয়েন্দা সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি ঘটনার সত্যতা স্বীকার করে।

পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, ভুয়া এনএসআই সদস্য পরিচয়দানকারী মোঃ হাফিজুর রহমানকে র‌্যাব ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করলে সে একই পরিচয় দেয় এবং তাকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কার্যালয় হতে পূর্বাচল এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য নিয়োজিত করা হয়েছে বলেও দাবি করে।

এ ব্যাপারে র‌্যাব-১, সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী, এনএসআইয়ের নারায়ণগঞ্জ জেলা শাখায় খবর নিয়ে জানতে পারে, মোঃ হাফিজুর রহমান নামে নারায়ণগঞ্জ এনএসআইয়ের কোনো সদস্য নেই। পরে এনএসআই থেকে বিষয়টি নিশ্চিত করলে তাকে আটক দেখানো হয়। পরে আটক ব্যক্তিকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ছবি: বার্তা২৪.কম

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ-এর আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন 

এ ঘটনায় র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম ঘটনাস্থলে যাচ্ছে।

পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, রাত ৯ টা ৪০ মিনিটের দিকে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় এক জন হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্রাথমিকভাবে আহতের নাম জানা যায়নি।

;

রংপুর-৬ আসনেও মনোনয়নপত্র নিলেন শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রংপুর-৬ আসনে সংসদ নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন (বকুল) ফরম সংগ্রহ করেন। 

মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিন রোববার (১৯ নভেম্বর) মনোয়নপত্র সংগ্রহ করেন তিনি।

মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

তিনি বলেন, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন (বকুল) নেত্রী শেখ হাসিনার পক্ষে রংপুর-৬ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে শনিবার শেখ হাসিনার পক্ষ থেকে গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বিএম সাহাবউদ্দিন আজম।

;

যাত্রাবাড়ী থানার সামনে বা‌সে আগুন

ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ী থানার সামনে এক‌টি বাসে আগুন দি‌য়ে‌ছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

রোববার (১৯ নভেম্বর) রাত ৯টা ৫৭ মি‌নি‌টের আগুনের ঘটনা ঘ‌টে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, যাত্রাবাড়ী থানার সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে পোস্তগোলা ফায়ার স্টেশন ২টি ইউনিট।

এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

;

নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক

ছবি: সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোবারক

নরসিংদী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো: নুরুল ইসলাম সভাপতি ও মো: মোবারক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) প্রেসক্লাব ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের সদস্য ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী এই ফলাফল ঘোষণা করেন।

সকাল ১০ টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। এসময় ক্লাবের ৫২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের প্রাপ্ত ফলাফলে মো: নুরুল ইসলাম ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোর্শেদ শাহরিয়ার পেয়েছেন ২০ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মোবারক হোসেন ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম কামাল পেয়েছেন ১৪ ভোট।

অপরদিকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাদল কুমার সাহা ও মশিউর রহমান সেলিম, যুগ্ম সম্পাদক পদে মো: আকরাম হোসেন, কোষাধ্যক্ষ পদে মো: জাকির হোসেন, সাহিত্য সম্পাদক প্রীতি রঞ্জন সাহা, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন এবং নির্বাহী সদস্য হিসেবে কাজী আনোয়ার কামাল, বদরুল আমীন চৌধুরী ও বর্তমান যোগাযোগ পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *