আন্তর্জাতিক

গাজায় জিম্মি চুক্তি আগের চেয়ে অনেকটা এগিয়েছে: মার্কিন কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট: ইসরায়েল হামাস যুদ্ধে গাজায় হামাসের হাতে বন্দী কিছু জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য একটি চুক্তি আগের চেয়ে অনেকটা এগিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউসের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার।

রোববার (১৯ নভেম্বর) হোয়াইট হাউসের এই কর্মকর্তা বলেন, উল্লেখযোগ্যভাবে যুদ্ধ বিরতি এবং গাজায় মানবিক সহায়তা বিতরণের অনুমতির শর্তে ১২ জনেরও বেশি জিম্মিকে মুক্ত করার চুক্তি হচ্ছে।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ফিনার এনবিসির “মিট দ্য প্রেস” প্রোগ্রামে বলেছেন, খুব জটিল, খুব সংবেদনশীল আলোচনায় মতবিরোধের কিছু অসামান্য ক্ষেত্রগুলিকে সংকুচিত করা হয়েছে। আমি বিশ্বাস করি আমরা বেশ কিছু সময়ের চেয়ে কাছাকাছি ছিলাম, এই চুক্তিটি সম্পন্ন করার জন্য আমরা তার চেয়ে কাছাকাছি।”

মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত মাইকেল হারজগও এবিসি-এর “দিস উইক”-এ একটি সাক্ষাত্কারে বলেছেন, ইসরায়েল আশাবাদী “আগামী দিনগুলিতে” হামাসের হাতে উল্লেখযোগ্য সংখ্যক জিম্মি মুক্তি পাবে।

কিন্তু ফিনার সতর্ক করেছেন: “সবকিছু একমত না হওয়া পর্যন্ত কিছুই সম্মত হয় না। এই ধরনের সংবেদনশীল আলোচনা শেষ মুহূর্তে ভেস্তে যেতে পারে।”

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *