সারাদেশ

আ. লীগের মনোনয়ন ফরম জমা দিলেন পলক

ডেস্ক রিপোর্ট: আ. লীগের মনোনয়ন ফরম জমা দিলেন পলক

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (২০ নভেম্বর) সকাল এগারোটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে  মনোনয়ন ফরম জমা দেন তিনি।

জুনাইদ আহমেদ পলক সংসদীয় আসন নং ৬০ ও নাটোর ৩ আসন সিংড়া থেকে পর পর তিনবার নির্বাচিত হয়েছেন। এবারও একই সংসদীয় আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এসময় তিনি সংবাদমাধ্যমকে বলেন, গত পনেরো বছর চেষ্টা করেছি জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আত্বনিয়োগ করতে। নেতাকর্মীদের যেমন সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আমার চলনবিলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। এবং সে কারণে আমি দৃঢ়ভাবে আশা করি আমার নির্বাচনী এলাকার যে ৫ লক্ষ জনগোষ্ঠী তাদের জীবনে যে পরিবর্তন আমাদের জননেত্রী শেখ হাসিনা এনে দিয়েছেন। সে উন্নয়ন, সেবা এবং সুশাসন এর ওপর আস্থা রেখে আবার আমার নাটোর তিন সিংড়া আসন থেকে বিপুল ভোটে আমরা নৌকা প্রতিককে ইনশাআল্লাহ বিজয়ী করে আনব।

উল্লেখ্য, শনিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা, যা চলবে মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত।

বিএনপি নির্বাচনে আসলে প্রয়োজনে বাড়বে ভোটের সময়: ইসি রাশেদা

ছবি: বার্তা২৪.কম

বিএনপি ভোটে আসতে চাইলে আইন দেখে সুযোগ তৈরি করবে কমিশন বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, প্রয়োজনে বাড়ানো হবে ভোটের সময়।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

;

আ. লীগ কার্যালয়ে অনলাইন মিডিয়া প্রবেশে পুলিশের বাধা

ছবি: বার্তা২৪.কম

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির তথ্য সংগ্রহের জন্য কার্যালয়ে প্রবেশে অনলাইন মিডিয়া প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) কার্যালয়ে প্রবেশ করতে গেলে প্রতিবেদকসহ আরও বেশ কয়েকজন নিবন্ধিত অনলাইন মিডিয়ার প্রতিবেদককে বাধা দেয় পুলিশ।

টেলিভিশন চ্যানেল ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেননা বলে জানান দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন।

তিনি বলেন, দুইদিন থেকে দায়িত্ব পালন করছি। শুধুমাত্র টিভি চ্যানেল সাংবাদিক ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি নেই। কর্তৃপক্ষ থেকে নির্দেশনা আছে৷

এদিকে গত ১৮ নভেম্বর থেকে মনোনয়ন বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রথম দিন সকল গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি থাকলেও ১৯ অক্টোবর মাইকে ইউটিউবারদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রবেশের কোন নিষেধাজ্ঞা না দিলেও পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র টেলিভিশনে দায়িত্বরত সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বার্তা২৪.কমকে বলেন, অনলাইন মিডিয়া প্রবেশে আমরা কোন নিষেধাজ্ঞা দেইনি। নিবন্ধিত ও প্রতিষ্ঠিত সকল গণমাধ্যম প্রবেশ করবে। শুধু মাত্র ইউটিউবাররা প্রবেশ করবেনা এমন নির্দেশনা দেওয়া আছে। আইনশৃঙ্খলা বাহিনী এটি নিশ্চিত করেছেন৷

;

হরতালে নাশকতা রোধে ছদ্মবেশে র‍্যাবের গোয়েন্দা নজরদারি

হরতালে নাশকতা রোধে ছদ্মবেশে র‍্যাবের গোয়েন্দা নজরদারি

সারা দেশে চলছে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন। যেকোনো ধরণের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলষ্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

সোমবার (২০ নভেম্বর) সকালে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৪৫ টি টহল দলসহ সারাদেশে ৪২৫টি টইল দল মোতায়েন রয়েছে।

কমান্ডার মঈন বলেন, যাত্রী ও পন্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গনণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌছে দিচ্ছে র‍্যাব।

এদিকে ৪৮ ঘণ্টার হরতালে ১৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত দুর্বৃত্তরা ১৮টি যানবাহনে অগ্নিসংযোগ করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস জানায়, হরতালে ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগে একটি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জে সাতটি, চট্টগ্রাম বিভাগের ফেনী, মিরসরাই, সাতকানিয়ায় চারটি, ময়মনসিংহ বিভাগের জামালপুরে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

;

দুধ দিয়ে কার্যালয় ধুয়ে দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলায় দুধ দিয়ে কার্যালয় ধুয়ে দায়িত্ব নিয়েছেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম।

রোববার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকতার মাধ্যমে দায়িত্ব বুঝে নেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতবার পরাজিত হলেও এবার তৃতীয়বারের মতো পেয়েছেন জয়।

স্থানীয়রা জানায়,গত ১৭ জুলাই উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ময়নূল হককে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম শাহীন। এরপর গত ২৪ আগস্ট শপথ গ্রহণ করে ১৮ নভেম্বর দুপুরে দুধ দিয়ে কার্যালয় ধুয়ে পরিষ্কার করেন নবনির্বাচিত চেয়ারম্যানের সমর্থকরা। এ ঘটনার একটি লাইভ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

সমর্থকদের দাবি, গত কয়েক বছরে ইউনিয়ন পরিষদে বহু অসামাজিক কর্মকাণ্ড ও দুর্নীতি হয়েছে। তাই পরিষদ কার্যালয় পবিত্র করতে দুধ দিয়ে ধুয়ে পরিস্কার করেছেন তারা।

তবে বিষয়টিকে অপমানজনক মনে করছেন বিদায়ী চেয়ারম্যান ময়নূল হক। যোগাযোগ করা হলে তিনি বলেন, শুনলাম আমি নাকি খারাপ মানুষ ছিলাম। পরিষদে খারাপ কাজ হতো। তাই দুধ দিয়ে ধুয়ে নতুন চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন। আমিও নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। কোনো দিন আগের চেয়ারম্যানদের এভাবে অসম্মান করিনি। কিন্তু নবনির্বাচিত চেয়ারম্যান আমাকে অসম্মান করেছেন। পুরো বিষয়টি আসলে নিচু মানসিকতার পরিচয়। আমি বিদায়ের সময় টেপাখরিবাড়ি ইউনিয়নের সর্বসাধারণের ব্যবহারের জন্য একটি অ্যাম্বুলেন্স, এসিসহ আধুনিক অফিস রুম, নগদ ১৬ হাজার টাকা জমা রেখে এসেছি। বাকিটা ইউনিয়নের সাধারণ মানুষজন বিবেচনা করবে।

এ প্রসঙ্গে নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বার্তা২৪কে বলেন, ‌আমরা আজকে আনুষ্ঠানিকতার মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেছি। গতকালকে উৎসাহী কেউ যদি কিছু করে থাকে তার দায়ভার আমার না।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *