নড়াইল-২ আসনের মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি
ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম কিনেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস।
খুলনার বিভাগের মনোনয়ন ফরম বিক্রিতে থাকা নেতা শফিকুল ইসলাম শফিক এতথ্য নিশ্চিত করেছেন।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।