সারাদেশ

কুষ্টিয়ায় ১০ কোটি টাকার মাদক উদ্ধার

ডেস্ক রিপোর্ট:   জাতীয় কুষ্টিয়ায় ১০ কোটি টাকার মাদক উদ্ধার কুষ্টিয়ায় ১০ কোটি টাকার মাদক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া

১২:২২ এএম | ০৩ অক্টোবর, ২০২৪ | ১৮ আশ্বিন ১৪৩১ | ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে ব্যাটালিয়ন ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (২ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া-পাবনা মহা সড়কের মিরপুরের গোবিন্দপুর এলাকায় যাত্রীবাহী ওই বাসে তল্লাশি চালায় বিজিবি।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মোর্শেদ রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি কর্মকর্তারা জানতে পারেন, পিরোজপুর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মিরপুরের গোবিন্দপুরে ওই বাসে তল্লাশি অভিযান চালায় বিজিবি। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

গাজীপুরে বাসের ধাক্কায় যুবক নিহত, ৩ বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

১২:১৭ এএম | ০৩ অক্টোবর, ২০২৪ | ১৮ আশ্বিন ১৪৩১ | ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

ছবি: সংগৃহীত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। এই ঘটনার জের ধরে বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছে জনগণ।

বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল রায় গণমাধ্যমকে বলেন, রাতে বলাকা পরিবহনের একটি বাস ঢাকা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় পৌঁছামাত্রই অজ্ঞাত এক যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এরপর উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা নিহতের মরদেহ নিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে এসে কোনো মরদেহ পাইনি, মরদেহ কোথায় নিয়ে গেছে তা কেউ বলতে পারছে না।

;

হাতিয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪,কম, নোয়াখালী

১১:৫৩ পিএম | ০২ অক্টোবর, ২০২৪ | ১৭ আশ্বিন ১৪৩১ | ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পাকলু মাঝি (৩৬) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের আমতলী গ্রামের এনায়েত হোসেনের ছেলে। তিনি ২ সন্তানের জনক ছিলেন।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে বাড়ি থেকে পাকলুসহ তিন জেলে মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে তারা উপজেলার আমতলী গ্রামে পৌঁছলে বজ্রপাতের শিকার হয়। এতে পাকলু ঘটনাস্থলেই মারা যায়। ওই সময় তার সাথে থাকা অপর দুই জেলে সামান্য আহত হয়।নিহত পাকলুর স্ত্রী বর্তমানে আট মাসের অন্তঃস্বত্তা। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.মনিরুজ্জামান বলেন, বিষয়টি কেউ থানাকে অবহিত করেনি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।

;

বরিশালের উপ-পুলিশ কমিশনারের বিরুদ্ধে হত্যা মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বরিশাল

১১:১৪ পিএম | ০২ অক্টোবর, ২০২৪ | ১৭ আশ্বিন ১৪৩১ | ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় ক্রসফায়ারের ঘটনায় কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার ও বর্তমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) তানভীর আরাফাতসহ চার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক তিনটি হত্যা মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি বলেন, এজাহারগুলো গ্রহণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিহতের ৬ বছর পর গত সোমবার দৌলতপুর থানায় তিন পরিবারের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ মে যুবদলকর্মী আলতাব হোসেন পুলিশের ক্রসফায়ারে নিহত হন। ২০২০ সালের ২৫ জুলাই ক্রসফায়ারে নিহত হন বিএনপি কর্মী কুদরত আলী। আর ২০১৮ সালের ৩০ অক্টোবর পুলিশের ক্রসফায়ারে নিহত হন বিএনপি কর্মী মদন আলী। ওই ঘটনায় তিন পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় পৃথক তিনিটি এজাহার দাখিল করা হয়।

তিন মামলায় কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপার ও বর্তমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার সুপার এসএম তানভীর আরাফাত, দৌলতপুর থানার ওসি শাহদারা খান, আরিফুর রহমান ও ইন্সপেক্টর নিশিকান্তকে আসামি করা হয়েছে। একইসঙ্গে এসব মামলায় আসামি করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ও কয়েকজন সাংবাদিকের ওপর বেধড়ক লাঠিচার্জ করেন পুলিশ কর্মকর্তা তানভীর আরাফাত।

এ বিষয়ে বিএমপির উপ-পুলিশ কমিশনার এসএম তানভীর আরাফাত বলেন, মামলার কথা আমিও শুনেছি।

;

হাতিরঝিলে অপহৃত যুবক উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, ঢাকা

১০:২৭ পিএম | ০২ অক্টোবর, ২০২৪ | ১৭ আশ্বিন ১৪৩১ | ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

হাতিরঝিলে অপহৃত যুবক উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেফতার

রাজধানীর হাতিরঝিলে অপহৃত মাকসুদ পরভেজকে উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো. মারুফ হোসেন, মো. ফয়সাল ও মো. ফরহাদ হোসেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে হাতিরঝিল থানার উলন মাতবর বাড়ি রোডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) হাতিরঝিলের উলন মাতবর বাড়ি রোডে মাকসুদ পরভেজকে কতিপয় সন্ত্রাসী অপহরণ করে মুক্তিপণের দাবিতে আটক করে রাখে। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা মাকসুদের একটি মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা নগদ ১৪ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশ মাকসুদকে উদ্ধার করে।

পরবর্তীতে আজ দুপুরে অপহরণকারীরা মাকসুদের নিকট তার মোবাইল ফোন ও মানিব্যাগ ফেরত দেওয়া বাবদ ৫০ হাজার টাকা দাবি করে। তিনি দ্রুত বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করেন। দুপুরে উলন মাতবর বাড়ি রোডে অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ।

এ ঘটনায় হাতিরঝিল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ডিএমপির এ কর্মকর্তা।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *