আন্তর্জাতিক

গাজায় মানবিক সহায়তার আরেকটি চালান পাঠাবে রাশিয়া

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় গাজা উপত্যকায় ২৭টন মানবিক সহায়তার আরেকটি চালান সরবরাহ করবে বলে জানিয়েছে রয়টার্স।

মস্কোর জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়টির প্রেস দপ্তর এ খবর নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, ‘তাদের একটি বিমান মাখাচকালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এল আরিশ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ কার্গো বিমানে জেনারেটর, জামাকাপড়, ব্যান্ডেজ সামগ্রী, খাবার ও শিশু সামগ্রী রয়েছে, যার মোট ওজন প্রায় ২৭টন।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভের নির্দেশে এসব সামগ্রী পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, ইতোপূর্বে গাজা উপত্যকা থেকে উদ্ধারকৃত রুশ নাগরিকদের আরেকটি দলকে রাশিয়ায় পৌঁছে দেওয়া হয়েছে।

জরুরী ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি আইএল-৭৬ বিমান ১১৭ রুশ নাগরিকের দলটিকে নিয়ে কায়রো থেকে উড্ডয়ন করে মস্কোর ডোমোদেডোভো বিমানবন্দরে অবতরণ করেছে।

১১৭ রুশ নাগরিকের দলটিকে এর আগে রাফাহ চেকপয়েন্ট দিয়ে কায়রোতে নিয়ে আসা হয়। তাদের সঙ্গে মন্ত্রণালয়টির চিকিৎসক ও মনোবিজ্ঞানীরাও ছিলেন।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *