পাকিস্তানকে চেপে ধরেছে আফগানরা
ডেস্ক রিপোর্ট: চেন্নাইয়ে বিশ্বকাপ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারের শঙ্কায় পাকিস্তান। ৩২ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ১৮৪ রান।
পাকিস্তানের দেয়া ২৮৩ রানের লক্ষ্যা ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের বেশ ভালোভাবেই সামলেছেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহীম জাদরান। আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকে তারা। এই দুইজনে মিলে গড়েন ১৩১ রানের ওপেনিং জুটি। দলীয় ১৩১ রানে শাহীন আফ্রিদির বলে আউট হন গুরবাজ। আউট হওয়ার আগে তিনি খেলেন ৫৩ বলে ৬৫ রানের এক তাক লাগানো ইনিংস। তবে আরেক ওপেনার ইব্রাহীম জাদরান ঠিকই টিকে আছেন উইকেটে, এখন পর্যন্ত ৮৫ রানে অপরাজিত আছেন তিনি।
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ইনিংসের একমাত্র উইকেটটি নিয়েছেন পেসার শাহীন আফ্রিদি।
এর আগে, নির্ধারিত ৫০ ওভারে ২৮২ রান করে পাকিস্তান। সেমিফাইনালের আশা বাঁচিয়ে এই ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।