সারাদেশ

২৪ দিনের হরতাল-অবরোধে দুই শতাধিক আগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্ট: ২৪ দিনের হরতাল-অবরোধে দুই শতাধিক আগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

বিএনিপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধে ২৪ দিনে দুইশতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে যানবাহন ও স্থাপনায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে, বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ থেকে শুরু করে ২০ নভেম্বর পর্যন্ত ২৪ দিনে নির্বাচন ঠেকাতে ডাকা হরতাল-অবরোধে দেশে ১৯৭টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দেয়া হয়েছে।

এর মধ্যে মোট বাস ১১৮টি, ট্রাক ২৬টি, কাভার্ডভ্যান ১৩টি, মোটরসাইকেল ৮টি, প্রাইভেটকার ২টি, মাইক্রোবাস ৩টি, পিকআপ ৩টি, সিএনজি ৩টি, ট্রেন ২টি, নছিমন ১টি ও লেগুনা ৩টি।

এছাড়া ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি, পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স ১টি করে পোড়ানো হয়েছে। পাশাপাশি বিএনপির ৫টি অফিস, আওয়ামী লীগের ১টি, পুলিশ বক্স ১টি, কাউন্সিলর অফিস ১টি, বিদ্যুৎ অফিস ২টি, বাস কাউন্টার ১টি, শোরুম ২টি এবং অন্য ২টি স্থাপনা পোড়ানো হয়েছে।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে আগে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে সমাবেশে বিভিন্ন হামলার পর ২৯ অক্টোবর থেকে হরতাল-অবরোধের পুরনো কর্মসূচিতে ফেরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি। দফায় দফায় বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে নাশকতার আগুনে পুড়েছে শতাধিক যানবাহন ও স্থাপনা।

এদিকে ৬ষ্ঠ দফায় পুনরায় অবরোধ শুরু বুধবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে।

ষষ্ঠ দফার অবরোধ শুরু

ছবি: সংগৃহীত

নির্দলীয় সরকারের হাতে নির্বাচন এবং তফসিল প্রত্যাহার করে বিএনপির ঢাকা ৬ষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ বিএনপির এ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। এতে একাত্রতা ঘোষণা করে কর্মসূচি পালন করছে সমমনা দলগুলোও।

অবরোধে সড়ক-রেল-নৌ ও রাজপথসহ সর্বাত্মক কর্মসূচি পালন করবেন দলগুলোর নেতাকর্মীরা। তবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহন এ অবরোধের আওতামুক্ত থাকবে।

এর আগে হামলা ও সংঘর্ষের মধ্যে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেহের পর প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি-জামায়াতসহ সমমনা কয়েকটি দল। এরপর ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত পাঁচ দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা।

বিএনপি ছাড়াও আলাদা বিবৃতিতে জামায়াত, গণতন্ত্র মঞ্চ, এনপিপিসহ যুগপৎ ধারায় আন্দোলনরত ১২ দলীয় জোট, এলডিপি, নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি ও বাংলাদেশ লেবার পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অবরোধ কর্মসূচি সফল করার আহবান জানিয়েছে।

;

আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি ও উপ-কমিটির সভা

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি সংশ্লিষ্ট উপ-কমিটিসমূহের আহ্বায়ক ও সদস্য সচিবদের এক সমন্বয় আহবান করেছে আওয়ামী লীগ।

সোমবার (২০ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বুধবার (২২ নভেম্বর) বিকেল ৩টায়, রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: নির্বাচনের পথে আওয়ামী লীগের পথ কতটা মসৃণ

তিনি আরও জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি সংশ্লিষ্ট উপ-কমিটিসমূহের আহ্বায়ক ও সদস্য সচিবদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের এমপি।

সভায় সভাপতিত্ব করবেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ।

;

ফেনীতে দোকানপাটে দুর্বৃত্তদের হামলার অভিযোগ

ছবি: বার্তা২৪.কম

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আগের রাতে দোকানপাট বন্ধ রাখতে ফেনী বড় বাজারের কয়েকটি দোকানপাটের উপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে ফেনী বড় বাজারের বড় মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,কয়েকজন যুবক হাতে মশাল ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মহড়া দিয়ে ব্যবসায়ীদের দোকান বন্ধে হুমকি দিয়েছে। এসময় কয়েকটি দোকানে ইটপাটকেল নিক্ষেপসহ স্টাম্প ও লাঠি দিয়ে দোকানে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

গোপনে ধারনকৃত এক ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক হাতে লাঠি নিয়ে ব্যবসায়ীদের গালিগালাজ করছেন এবং দোকান কেন খোলা রাখছে এ মর্মে জিজ্ঞাসা করছেন। এক পর্যায়ে তারা লাঠি দিয়ে দোকানের সামনের অংশে হামলা চালায়। এতে কেউ হতাহত না হলেও দোকানী গরিব মানুষ বলে কান্নাকাটি করলেও খান্ত হয়নি দুর্বৃত্তরা।

নাম প্রকাশে অনিচ্ছুক বড় বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, ৪ থেকে ৫ জন ছেলে মশাল ও দেশীয় অস্ত্র নিয়ে  এসে দোকানপাট বন্ধ করতে হুমকি দেয়। আগামীকাল দোকান খুললে ক্ষতি করার হুমকি দিয়ে গেছে তারা।

তারা বলেন,বেশীরভাগ দোকান বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ করে কয়েকজন এসে বাজারে মহড়া দেয় এবং কয়েকটি দোকানে ইট পাটকেল নিক্ষেপ করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম চৌধুরী বার্তা-২৪.কমকে বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ আসলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত এর আগে রাত ৮ টার দিকে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে ফেনীতে মশাল মিছিল করেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। এসময় ছাত্রদলের একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গুলি ছুঁড়লে ১০জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন ছাত্রদল নেতারা। তবে বিষয়টি অস্বীকার করেছে ফেনী মডেল থানা পুলিশ।

;

এক আসনে মনোনয়ন প্রার্থী ১৭ জন

ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেতে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের গৌরীপুর আসন থেকে ১৭ জন প্রার্থী নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এরমধ্য থেকে যার হাতেই নৌকা প্রতীক তুলে দিবেন, আমরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন তাকেই বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বে।

শনিবার (১৮ নভেম্বর) সকালে শুরু হওয়া আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি এবং জমাদান কার্যক্রম শেষ হয় মঙ্গলবার (নভেম্বর ২১) বিকেলে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি এবং অনলাইনে এসব মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ।

আসনটির বর্তমান সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ পুনরায় নৌকা প্রতীক পেতে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

এছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হাসান অণু, সদস্য একেএম আব্দুর রফিক, সদস্য মোর্শেদুজ্জামান সেলিম, সদস্য রাবেয়া ইসলাম ডলি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম, সাবেক উপদেষ্টা ডা. মতিউর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ডা. এম এ আজিজ, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহŸায়ক আবু কাউছার চৌধুরী রন্টি, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শওকত উজ্জামান শাহীন, ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,  মোশারফ হোসেন জুয়েল, এমএ মামুন।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *