খেলার খবর

জানুয়ারিতে ভারত সফরে আফগানরা

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপে আফগানিস্তানের এবারের যাত্রা ছিল তাক লাগানোর মতোই। প্রথম রাউন্ডে নিজেদের অষ্টম ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল সেই অতিমানবীয় ইনিংস না খেললে হয়তো ভিন্ন হতে পারতো শেষ চারের চিত্র। শেষ পর্যন্ত প্রথম পর্বের নয় ম্যাচের চারটি জয় নিয়ে ষষ্ঠ অবস্থানে থেকে বিশ্বকাপ শেষ করে রশিদ-মুজিবরা।

সেই ভারতের মাঠে আবারও ফিরছে আফগানরা। বিশ্বকাপে নিজেদের রুপকথা গড়ে ভারতের বিপক্ষে এবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে দলটি। আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথমবারের মতো একাধিক ম্যাচের সাদা বলের ক্রিকেটের সিরিজ খেলবে দল দুটি।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী ১১ জানুয়ারি মোহালির মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ যথাক্রমে ১৪ জানুয়ারি ইন্দোরে এবং ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে।

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে নিজেদের মাটিতে অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আফগান সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটেরই সিরিজ খেলবে তারা।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *