আন্তর্জাতিক

ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সিরিজ হামলা

ডেস্ক রিপোর্ট: ইরান সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে ইরাকে দুটি সিরিজ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স জানিয়েছে মার্কিন কর্মকর্তারা মঙ্গলবার (২১ নভেম্বর) বলেছেন, ওই অঞ্চলে সেনাদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে কয়েক ডজন হামলার বিপরীতে ইরাকে প্রথম প্রকাশ্যে প্রতিক্রিয়া দেখালো ওয়াশিংটন।

মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা মঙ্গলবার সন্ধ্যায় ইরাকের দুটি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইরান এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর দ্বারা মার্কিন ও কোয়ালিশন বাহিনীর বিরুদ্ধে হামলার প্রত্যক্ষ প্রতিক্রিয়া হিসেবে ওই হামলা চালানো হয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ‘বাগদাদের দক্ষিণে আল আনবার এবং জুরফ আল সাকারের কাছে একটি কাতায়েব হিজবুল্লাহ অপারেশন সেন্টার এবং কাতায়েব হিজবুল্লাহ কমান্ড অ্যান্ড কন্ট্রোল নোডকে ধ্বংস করেছে মার্কিন যুদ্ধবিমান।’

ইরাকের কাতায়েব হিজবুল্লাহ মিলিশিয়া একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী, যার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘হামলাস্থলে কাতায়েব হিজবুল্লাহর সদস্যরা উপস্থিত ছিলেন এবং হতাহতের বিষয়ে একটি মূল্যায়ন করা হচ্ছে।’

এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানিয়েছে, মার্কিন বাহিনী বাগদাদের পশ্চিমে একটি বিমান ঘাঁটিতেও হামলা চালায়। এতে বেশ কয়েকজন ইরান সমর্থিত জঙ্গি নিহত হয়েছে।

দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে একটি ক্লোজ-রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যার ফলে আটজন আহত হয়েছে এবং অবকাঠামোর সামান্য ক্ষতি হয়েছে।’

প্রসঙ্গত, এ পর্যন্ত ইরাক এবং প্রতিবেশী সিরিয়ায় মার্কিন বাহিনীর বিরুদ্ধে ৬৬টি হামলা চালিয়েছে ইরান-সম্পর্কিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠীগুলো।

ওই সব হামলায় কমপক্ষে ৬২ মার্কিন সেনা ছোটখাটো আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *