আন্তর্জাতিক

হিজবুল্লাহ প্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার (২৩ নভেম্বর) হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

উল্লেখ্য, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে মারাত্মক আন্তঃসীমান্ত লড়াই শুরু করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিযবুল্লাহ।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘আমির-আব্দুল্লাহিয়ান এবং নাসরুল্লাহ ফিলিস্তিন, লেবানন এবং অঞ্চলের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং তাদের এই সাক্ষাৎ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার প্রচেষ্টা মাত্র।’

আমির-আব্দুল্লাহিয়ান এই বৈঠকের জন্য বৈরুত ছেড়ে দোহায় পা রাখেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা নুর।

হিজবুল্লাহ বৃহস্পতিবার সকালে জানিয়েছে, তারা সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর ইস্রায়েলের সাফেদ শহরের কাছে এইন জেইটিমে একটি সামরিক ঘাঁটিতে ৪৮টি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, তারা সীমান্তের কাছাকাছি ইসরায়েলের অবস্থানগুলোতে কমপক্ষে ১০টি হামলা চালিয়েছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, জবাবে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে গোলাবর্ষণ করেছে।

ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সহিংসতায় লেবাননে কমপক্ষে ১০৮ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা।

এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যুক্তি দিয়ে বলেছেন, যুদ্ধে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ একটি মহান বিজয় অর্জন করেছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *