খেলার খবর

অজিদের বিপক্ষে সূর্যকুমারদের রেকর্ড রান তাড়ার জয় 

ডেস্ক রিপোর্ট: ২০৯ রানের লক্ষ্যে ২২ রানেই ফেরেন দুই ওপেনার। শুরুতেই বড় ধাক্কা সামলে ভারতকে জিততে হলে টপকাতে হতো নিজেদের রেকর্ড লক্ষ্য। শেষ পর্যন্ত শেষ ওভারের নাটকীয়তায় সেটিই করে দেখাল সূর্যকুমার যাদবের দল। ২ উইকেটের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো স্বাগতিকরা।

বিশ্বকাপের লম্বা দায়িত্ব পালনের পর দুই দলেরই মূল সারির বেশিরভাগ ক্রিকেটার আছেন বিশ্রামে। তবে দ্বিতীয় সারির ক্রিকেতারদের নিয়ে বিশাখাপত্তনমে রোমাঞ্চকর এক ম্যাচের দেখা পেল ক্রিকেট বিশ্ব। রিংকু সিংয়ের শেষ বলে ছক্কায় ম্যাচ জেতে ভারত।

এতেই গড়ে যায় স্বাগতিকদের রান তাড়ার নতুন রেকর্ড। স্বল্প দৈর্ঘ্যের ফরম্যাটে এটিই ভারতের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। এর আগে ২০১৯ সালে হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের ২০৭ রান টপকে জিতেছিল দলটি। 

ওয়ানডেতে সাদামাটা হলেও এই ফরম্যাটেই এলেই যেন পাল্টে যায় সূর্যকুমারের রূপ। বিশ্বকাপে নিষ্প্রভ এই ব্যাটার বিশ্বকাপ শেষেই পেলেন প্রথমবারের মতো নেতৃত্বের দায়িত্ব। স্বাভাবিকভাবেই ছিল বাড়তি চাপ। তবে তা তোয়াক্কা না করেই খেললেন ৪২ বলে ৮০ রানের ঝোড়ো এক ইনিংস। তাতেই জয়ের দিকে পৌঁছে যায় ভারত। 

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *