বিনোদন

আফজাল হোসেন আসবেন জানলে আমি আসতাম না : শহীদুজ্জামান সেলিম

ডেস্ক রিপোর্টঃ আজ ২৪ নভেম্বর থেকে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘‘বাবা, সামওয়ান’স ফলোয়িং মি’’। বাংলাদেশের নাটক-সিনেমার প্রেক্ষাপটে একেবারেই নতুন একটি সাবজেক্ট নিয়ে এই ছবি নির্মান করেছেন সময়ের মেধাবী পরিচালক শিহাব শাহীন।

বাবা আর মেয়ের মধ্যকার সম্পর্কের গল্প এটি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম। এছাড়াও অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের দুজন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও সোহেল মণ্ডল।

গতকাল ২৩ নভেম্বর রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার শোয়ের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান বিঞ্জ। সেখানে ছবির পরিচালক, অভিনয়শিল্পীরা ছাড়াও উপস্থিত ছিলেন শোবিজের বিখ্যাত তারকারা। নজর কাড়েন মোস্তফা সরয়ার ফারুকী-নুসরাত ইমরোজ তিশা দম্পতি, রাফিয়াত রশিদ মিথিলা, আজিজুল হাকিম-জিনাত হাকিম দম্পতি, আফসানা মিমি, রোজি সেলিম, তাসনুভা তিশাসহ অনেক তারকা।

তবে একটি ভিন্ন কারণে ছবিতে না থেকেও আলোচনায় উঠে এসেছেন এ দেশের নন্দিত অভিনেতা আফজাল হোসেন। ছবি শুরুর আগে হলভর্তি দর্শকের সামনে নিজের অনুভূতি প্রকাশের সময় শহীদুজ্জামান সেলিম বলেন, ‘আগে যদি জানতাম আফজাল হোসেন এখানে আসবেন তাহলে আমি আসতাম না!’

ওয়েব ফিল্ম ‘‘বাবা, সামওয়ান’স ফলোয়িং মি’’র প্রিমিয়ার শোতে নির্মাতা শিহাব শাহীন, অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ

না, এই দুই প্রখ্যাত অভিনেতার মধ্যে কোন দ্বন্দ্ব নেই। যা আছে তা হলো পরম শ্রদ্ধা আর ভালোবাসা। সেই জায়গা থেকেই কথাটি বলেছেন সেলিম। তিনি বলেন, ‘আমি জানি, এই ছবিতে আমি যে চরিত্রটি করেছি, সেটি প্রথমে আফজাল ভাইয়ের করার কথা ছিল। কিন্তু তিনি শেষ পর্যন্ত পারেননি। পরে আমার কাছে চরিত্রটির প্রস্তাব আসে। আইডিয়া শুনেই আমি খুব আবেগাপ্লুত হয়ে পড়ি। কারণ, আমার মেয়েও অষ্ট্রেলিয়ার পড়াশুনা করতে গিয়ে একবার বর্ণবাদের শিকার হয়েছিল। এই ছবির গল্পও ঠিক একই। যেটি নির্মাতা শিহাব শাহীনের মেয়ের জীবনেও ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘আমি তো আমার মতো করে চরিত্রটি ফুটিয়ে তুলেছি। জানিনা দর্শকের কেমন লাগবে। তবে আফজাল এখানে উপস্থিত থাকায় আমার মনে হচ্ছে একটি পরীক্ষা দিতে বসেছি। ছবি শেষে তিনি যদি আমার প্রশংসা করেন তবেই মনে হবে এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি।’

অবশ্য ছবি শেষে আফজাল হোসেন তার প্রিয় অনুজ শহীদুজ্জামান সেলিমের প্রশংসাই করেন।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *