আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফল হস্তান্তর

ডেস্ক রিপোর্ট: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সরকার প্রধানের কাছে ফল হস্তান্তর করেছেন।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, বেলা ১১টায় স্ব স্ব কলেজ ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফল পাবেন। ঘরে বসেই নির্ধারিত ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *