আন্তর্জাতিক

অবশেষে আলোর মুখ দেখছে জয়ার ‘পেয়ারার সুবাস’

ডেস্ক রিপোর্ট: দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানকে একবার প্রশ্ন করা হয়, যদি একইসঙ্গে একটি কলকাতার বড় পরিচালকের ছবি এবং নুরুল আলম আতিকের ছবির প্রস্তাব আসে কোনটি বেছে নেবেন? এই অভিনেত্রী সাধারনত সব প্রশ্নের উত্তর দেন খুবই চিন্তা ভাবনা করে বুদ্ধিমত্তার সঙ্গে। তবে এই প্রশ্নের উত্তর দিতে কোন কালক্ষেপণ করেননি। সোজা উত্তর দিলেন, ‘যে কোন সময় নুরুল আলম আতিকই আমার প্রথম পছন্দ।’

বলে রাখা ভালো, নুুরুল আলম আতিকের পরিচালনায় ‘ডুবসাতার’ সিনেমার মাধ্যমেই জয়া আহসান প্রথম কোন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন (এর আগে মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ব্যাচেলর’-এ এই অভিনেত্রীকে ক্যামিও রোলে দেখা গিয়েছিল)। শুধু তাই নয়, আর্ট ধাচের সিনেমায় এই ডুবসাতার একটি মাইলফলক সিনেমা হিসেবে বিবেচিত হয়। এই নায়িকা-পরিচালক জুটির ‘বিকল পাখির গান’ টেলিছবিটি আজও দর্শকের মনে গেথে আছে।

সেই প্রিয় নির্মাতার সঙ্গে ছয় বছর আগে জয়া পেয়ারার সুবাস’ নির্মানের ঘোষনা দেওয়ায় ভক্তরা নড়েচড়ে বসেছিল। কিন্তু ছবিটি দীর্ঘদিন ধরে আটকে থাকায় অনেকে আশাহত হন। অবশেষে আলোর মুখ দেখতে চলেছে সেই প্রতীক্ষিত সিনেমা।

জয়া আহসানের ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছে। গত ২৩ নভেম্বর সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে।

নুুরুল আলম আতিক ও ‘পেয়ারার সুবাস’-এ জয়া আহসান

আজ (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের এমডি শাহরিয়ার শাকিল। তার নিজস্ব ফেসবুক পেজে জানিয়েছেন,
‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ‘‘পেয়ারার সুবাস’’ মুক্তি পাচ্ছে আগামী বছর শুরুতে। সিনেমাটি দেখার জন্য দর্শক অপেক্ষা করছেন অনেকদিন ধরেই। আশা করছি গুণী নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা দিয়ে জয়া আহসান আরও একবার বাজিমাত করবেন।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই। ছবিটি এ বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে সাড়া ফেলে।

আতিকের সর্বশেষ চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মানুষের বাগান’ নামে তার সিনেমা।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *