আলিয়ার ঝুলিতে ৬ষ্ঠ ফিল্মফেয়ার, ওটিটিতেও সেরা
ডেস্ক রিপোর্টঃ বর্তমানে বলিউডের এক নম্বর নায়িকা আলিয়া ভাট। ক্যারিয়ারে ফ্লপ ছবি নেই বললেই চলে। নাম লিখিয়েছেন হলিউডেও। যে কাজটিই করেন, দর্শক দু’হাত খুলে গ্রহণ করে। কারণ আলিয়া প্রতিটি কাজে শতভাগ সততা ও নিষ্ঠার প্রকাশ ঘটান। তার সিনেমা নির্বাচনের মুন্সিয়ানাও চোখে পড়ার মতো।
এক যুগের ক্যারিয়ারে তিনি এরইমধ্যে পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর বেসরকারি পুরস্কারের মধ্যে সবচেয়ে সম্মানজনক ফিল্মফেয়া অ্যাওয়ার্ডে তো তিনি শাহরুখ খানের পর নিজের ঝান্ডা গেড়ে বসেছেন। এক যুগের ক্যারিয়ারে আর কোন নারী তারকা ৫টি ফিল্মফেয়ার পান নি। আর গতকাল ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিল্মফেয়ার হাতে নিলেন এই অভিনেত্রী।
আলিয়া এ বছরই পেয়েছেন দুটি ফিল্মফেয়ার। ২০২৩ সালের চলচ্চিত্রের সেরা অভিনেত্রী হয়েছেন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’তে অভিনয় করে। এবার পেলেন ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রীর পুরস্কার। নিজের প্রযোজিত প্রথম ওয়েব ফিল্ম ‘ডার্লিংস’-এ অভিনয় করে তিনি পেলেন এই পুরস্কার।
পুরস্কার জিতেছেন শর্মিলা ঠাকুর, মনোজ বাজপায়ী, রাজকুমার রাও এবং সোনাক্ষী সিনহা
গতকাল মুম্বাইয়ের তাজ হোটেলে বসেছিল ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৩-এর আসর। তাতে সেরা অভিনেত্রী (ওয়েব ফিল্ম) বিভাগে পুরস্কার পান আলিয়া ভাট।
একই শাখায় সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
আর কারা পেল এই সম্মানজনক পুরস্কার, দেখে নিন এক ঝলকে
সেরা সিরিজ : স্কুপ
সেরা সিরিজ (সমালোচক) : ট্রায়েল বাই ফায়ার
সেরা পরিচালক (সিরিজ) : বিক্রমাদিত্য মোটওয়ানি (জুবিলি)
সেরা পরিচালক (সমালোচক) : রণদ্বীপ ঝাঁ (খোরা)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) : সুবিন্দর ভিকি (খোরা)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ, সমালোচক) : বিজয় ভার্মা (দাহাদ)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) : রাজশ্রী দেশপাণ্ডে (ট্রায়েল বাই ফায়ার)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ, সমালোচক) : সোনাক্ষী সিনহা (দাহাদ) ও কারিশমা তান্না (স্কুপ)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ) : অভিষেক ব্যানার্জি (দ্য গ্রেট ওয়েডিং অব মুন্নিস)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ) : মানবী গারো (টিভিএফ ট্রিপলিং)
সেরা প্বার্শ চরিত্র (ওয়েব সিরিজ) : তিলোত্তমা সোমে (দিল্লী ক্রাইমস সিজন ২)
সেরা নন ফিকশন (অরিজিনাল সিরিজ) : মারতে দম তাক
সেরা ওয়েব ফিল্ম : স্রিফ এক বান্দা কাফি হ্যায়
সেরা পরিচালক (ওয়েব ফিল্ম) : অপূর্ব সিং (স্রিফ এক বান্দা কাফি হ্যায়)
সেরা অভিনেতা (ওয়েব ফিল্ম) : মনোজ বাজপায়ী (স্রিফ এক বান্দা কাফি হ্যায়)
সেরা অভিনেতা, সমালোচক (ওয়েব ফিল্ম) : রাজকুমার রাও (মনিকা ও মাই ডার্লিং)
ফিল্মফেয়ার পুরস্কার হাতে আলিয়া ভাট ও বিজয় ভার্মা
সেরা অভিনেত্রী (ওয়েব ফিল্ম) : আলিয়া ভাট (ডার্লিংস)
সেরা অভিনেত্রী, সমালোচক (ওয়েব ফিল্ম) : শর্মিলা ঠাকুর (গুলমহর) ও সানিয়া মালহোত্রা (কাঠাল)
সেরা প্বার্শ চরিত্র (ওয়েব ফিল্ম) : শেফালী শাহ (ডার্লিংস)
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।