বাংলাদেশকে ছাতু বানিয়ে প্রোটিয়াদের রেকর্ড বন্যা
ডেস্ক রিপোর্ট: মুম্বাইয়ে বিশ্বকাপ ম্যাচে বাংলাদেশ বোলিং লাইনআপকে নাকানি চুবানি খাইয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে এই ম্যাচে শুধু রান বন্যা না, বরং রেকর্ড বন্যাও বইয়েছে প্রোটিয়ারা। চলুন, এক নজরে দেখে আসা যাক সে রেকর্ডগুলো।
বিশ্বকাপের ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল ইংল্যান্ডের, ২০১৯ বিশ্বকাপে। তবে আজ, টাইগারদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা হাঁকিয়েছেন মোট ১৯ টি ছক্কা, যা বিশ্বকাপ ইতিহাসে কোনো ইনিংসে মারা ছক্কার দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রেকর্ড।
এর আগে, বিশ্বকাপে একজন উইকেটকিপার ব্যাটার হিসেবে দেড়শো রানের বেশি ইনিংস ছিলো সর্বোচ্চ দুইটি। এমন কীর্তি এর আগে গড়েছিলেন জস বাটলার এবং অ্যাডাম গিলক্রিস্ট। এবার একজন উইকেটকিপার ব্যাটার হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ দেড়শো রানের বেশি ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়লেন কুইন্টন ডি কক, বাংলাদেশের বিপক্ষে দেড়শো রানের ইনিংস গড়ার মাধ্যমে।
বিশ্বকাপ ইতিহাসে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস আজ (মঙ্গলবার) বাংলাদেশের বিপক্ষে খেলেছেন কুইন্টন ডি কক, তাঁর ১৭৪ রানের ইনিংসের মাধ্যমে। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডের মালিক গ্যারি কার্স্টেন, ১৮৮ রানের।
এছাড়াও, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ৩৫০ এর বেশি রান করার রেকর্ড করার রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা, তারা করেছে মোটঁ ৮ বার। এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া, তারা করেছে মোট ৭ বার।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।