আন্তর্জাতিক

দক্ষিণ গাজা ইসরায়েলের নির্বিচারে বোমা ও গোলাবর্ষণ

ডেস্ক রিপোর্ট: যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরায়েল নতুন শক্তি নিয়ে হামাসের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

তারই অংশ হিসাবে ইসরায়েলের বিমান হামলা এবং কামান থেকে গোলা শনিবার (২ ডিসেম্বর) গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিস আঘাত হেনেছে।

ফিলিস্তিনের বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বোমা খান ইউনিসে ঘরবাড়ি ও খোলা জায়গায় আঘাত হেনেছে এবং তিনটি মসজিদ ধ্বংস হয়েছে।

রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, ‘ধোঁয়ার কুন্ডলি আকাশে উঠছিল।’

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গত ২৪ ঘন্টার মধ্যে তাদের স্থল, বিমান এবং নৌবাহিনীর সম্মিলিত আক্রমনে হামাসের ৪০০ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং অনির্দিষ্ট সংখ্যক হামাস যোদ্ধাকে হত্যা করেছে।

অন্যদিকে হামাসের মিডিয়া বলেছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

জাতিসংঘ বলেছে, এই যুদ্ধ চরম মানবিক জরুরি অবস্থার অবনতি ঘটাবে।

জেনেভায় জাতিসংঘের মানবিক দফতরের মুখপাত্র জেনস লার্কে বলেছেন, ‘পৃথিবীতে নরক গাজায় ফিরে এসেছে।’

দক্ষিণে খান ইউনিস এবং রাফাহ শহরে শুক্রবারও তীব্র বোমা হামলা হয়েছে বলে চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘনবসতিপূর্ণ ছিটমহলের উত্তরে লড়াইয়ের কারণে বাস্তুচ্যুত গাজাবাসীরা সেখানে আশ্রয় নিচ্ছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *