আন্তর্জাতিক

এখন যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা নয়: হামাস

ডেস্ক রিপোর্ট: যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে এখন কোন আলোচনা হবে না বলে জানিয়েছে হামাস।

শনিবার (২ডিসেম্বর) হামাসের একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, বন্দি বিনিময় নিয়ে আলোচনা এখন শেষ হয়েছে। ইসরায়েল আক্রমণ বন্ধ না করা পর্যন্ত এবং সমস্ত ফিলিস্তিনি বন্দীদের হস্তান্তর না করা পর্যন্ত পুনরায় যুদ্ধবিরতি শুরু হবে না।

ইসরায়েল হামাস অচলাবস্থার মধ্যে দোহায় অবস্থানরত গোয়েন্দা সংস্থা মোসাদ দলকে ইসরায়েলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধবিরতি উঠে যাওয়ার পর দক্ষিণ গাজার খান ইউনিসের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন বিমান হামলা চালায়। যুদ্ধবিরতির পর দুই দিনে ইসরায়েলের হামলায় প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫ হাজার ২০০ ছাড়িয়ে গেছের্

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *