খেলার খবর

আচরণবিধি লঙ্ঘন: লম্বা হচ্ছে শোকজের চিঠি

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে অনেক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এই তালিকায় রয়েছে বর্তমান সংসদ সদস্য থেকে শুরু করে স্বতন্ত্র প্রার্থীরাও। এরই মধ্য আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন অনুসন্ধান কমিটি বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীদের শোকজ করেছে।

ইসির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এখন পর্যন্ত ৬০ জনের অধিক প্রার্থীকে শোকজ করা হয়েছে। এটি নিয়মিত কার্যক্রম, এর সংখ্যা আরও বাড়তে পারে।

এরই মধ্যে শোকজ হওয়া প্রার্থীরা যে জবাব দিয়েছেন, তাদের কারও কারও জবাব সন্তোষজনক নয় বলে উঠে এসেছে নির্বাচন তদন্ত কমিটির রিপোর্টে। ফলে জরিমানাসহ বাতিল হতে পারে তাদের প্রার্থীতা।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দফা (৬গ) এর (৬ক) অধীন কোনো আদেশ বা নির্দেশ জারি করা হইলে, কমিশন সংশ্লিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলকে অনধিক এক লাখ টাকা, তবে অন্যূন বিশ হাজার টাকা জরিমানা আরোপ করিতে এবং, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করিতে পারিবে।

ভোটের মাঠে নির্বাচন আচরণবিধি ঠিক রাখতে নির্বাচনপূর্ব অনিয়মের তদন্ত করতে ৩০০ বিচার বিভাগীয় অনুসন্ধান কমিটি নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতি জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সিনিয়র সহকারী জজদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

আচণবিধি লঙ্ঘনের তালিকায় রয়েছে ক্ষমতাসীন দলের বর্তমান সংসদ সদস্য ও মন্ত্রীরাও। এর মধ্য উল্লেখযোগ্য হলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের প্রার্থী, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, গাজীপুর-২ আসনের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা-১৯ আসনের প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, নাটোর-৩ আসনের প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের প্রার্থী সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, গাজীপুর-৫ আসনের প্রার্থী সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী (ক্রিকেটার) সাকিব আল হাসান।

শোকজ হওয়া সংসদ সদস্যরা হলেন- ঢাকা-৬ আসনের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পীর ফজলুর রহমান, পটুয়াখালী-৪ আসনে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিববুর রহমান, রংপুর-৩ আসনে তুষার কান্তি মন্ডল আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী, ১০. লক্ষ্মীপুর-১ আসনের নৌকার প্রার্থী সংসদ সদস্য ডা. আনোয়ার হোসেন খান, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাস, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নাটোর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, চুয়াডাঙ্গা-১ আওয়ামীলীগের প্রার্থী সোলায়মান হক জোয়ার্দার, নারায়ণগঞ্জ-৪ আসনের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান, যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ স্বতন্ত্র প্রার্থী মিলে প্রায় ৬০ জনের অধিক প্রার্থীকে শোকজ করা হয়। শোকজের এই তালিকা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের একাধিক সূত্র।

এই বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বার্তা২৪.কমকে বলেন, ভোটের মাঠে আচরণবিধি ঠিক রাখতে নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। গত ২৮ নভেম্বর থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু করে। কাজ শুরুর এই পর্যন্ত ৬০ জনের অধিক প্রার্থীকে শোকজ করা হয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, শোকজ হওয়া প্রার্থীদের বিষয়ে আচরণবিধি আইন অনুযায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এবারের সংসদ নির্বাচনে ২৯ টি দল ও স্বতন্ত্র মিলে দুই হাজার ৭১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *