সারাদেশ

টানা ২০ দিনের কর্মসূচি ঘোষণা করল যুবলীগ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ১১ নভেম্বর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টানা ২০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। বুধবার (২৫ অক্টোবর) কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী ছাড়াও ‘বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ’ এবং ‘ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্য’ নিয়ে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে কর্মসূচিগুলো পালিত হবে বলে জানিয়েছে সংগঠনটি।

কর্মসূচিগুলো হলো-

২৭ অক্টোবর, ২০২৩, শুক্রবার, বিকেল ৩টায়: ১১ নভেম্বর, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসন ভিত্তিক শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা।

২৮ অক্টোবর, ২০২৩, শনিবার: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন ইউনিটের সর্বাত্মক অংশগ্রহণ।

২৯ অক্টোবর, ২০২৩, রোববার: আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসনভিত্তিক ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।

৩০ অক্টোবর, ২০২৩, সোমবার: দেশের সকল মহানগরে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।

১ নভেম্বর, ২০২৩, বুধবার: দেশের সকল জেলায় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।

২ নভেম্বর, ২০২৩, বৃহস্পতিবার: দেশের সকল উপজেলা-থানা-পৌরসভায় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।

৩ নভেম্বর, ২০২৩, শুক্রবার: শোকাবহ জেল হত্যা দিবস উপলক্ষে সকাল ৮:৩০টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও সকাল ৯:৩০টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টসহ ৩ নভেম্বর কারা অভ্যন্তরে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন।

৪ নভেম্বর, ২০২৩, শনিবার: আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসনভিত্তিক ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।

৭ নভেম্বর, ২০২৩, মঙ্গলবার: কনসার্ট। স্থান: ২৩, বঙ্গবন্ধু এভিনিউ।

৯ নভেম্বর, ২০২৩, বৃহস্পতিবার: দেশের সকল ইউনিয়ন/ওয়ার্ডে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।

১০ নভেম্বর, ২০২৩, শুক্রবার: শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সকাল ৮টায় গুলিস্তান নূর হোসেন চত্বর এবং সকাল ৯টায় জুরাইন কবরস্থানে নূর হোসেনের কবরে শ্রদ্ধা নিবেদন।

১১ নভেম্বর, ২০২৩, শনিবার: আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর ¯স্রষ্টা শহীদ শেখ ফজলুল হক মণি ও ১৫ আগস্টে সকল শহীদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ।

১৫ নভেম্বর, ২০২৩, বুধবার: ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।

১৬ নভেম্বর, ২০২৩, বৃহস্পতিবার: ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *