আন্তর্জাতিক

গাজার জন্য নতুন সাহায্যের ঘোষণা ইউএস এইড প্রধানের

ডেস্ক রিপোর্ট: মিশর সফরের প্রাক্কালে মঙ্গলবার (৫ ডিসেম্বর) যুদ্ধ-বিধ্বস্ত গাজার জন্য সাহায্যের ঘোষণা দিয়েছেন মার্কিন সাহায্য সংস্থা ইউএস এইডের প্রধান সামান্থা পাওয়ার।

এনডিটিভি জানিয়েছে, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএস এইড) প্রশাসক সামান্থা পাওয়ার মিশরীয় শহর এল-আরিশ ভ্রমণ শেষে রাফাহ ক্রসিং পরিদর্শনের পরে ওই ঘোষণা দেন।

গাজার মানুষের জন্য ওষুধ, আশ্রয়, খাদ্য, পানি এবং অন্যান্য মৌলিক জিনিসের অভাব মেটাতে ২১ মিলিয়ন মার্কিন ডলার নতুন সাহায্যের প্যাকেজ ঘোষণা ঘোষণা করেন তিনি।

ইউএস এইড জানিয়েছে, এই সহায়তাটি গত ১৮ অক্টোবর প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক ঘোষিত ১০০ মিলিয়ন ডলারের বাইরে।

সামান্থা পাওয়ারের ঘোষিত সাহায্যের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর পূর্বে ঘোষিত আরও ১৬.৩ মেট্রিক টন সহায়তাও যুক্ত হবে।

ইউএসএইড এক বিবৃতিতে বলেছে, ‘গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে উদীয়মান চ্যালেঞ্জগুলো সমাধানের জন্য চব্বিশ ঘন্টা কাজ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।’

কিন্তু, ইসরায়েলকে সামরিক ও কূটনৈতিক সমর্থনের জন্য আরববিশ্বে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র।

তবে যুক্তরাষ্ট্র বলেছে, তারা বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য এবং গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য আরও কিছু করার জন্য ইসরায়েলকে অনুরোধ করেছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সোমবার (৪ ডিসেম্বর) বলেছে, মার্কিন আবেদনের পর গাজা উপত্যকায় প্রয়োজনীয় জ্বালানি দিতে শুরু করেছে ইসরায়েল।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *