খেলার খবর

টসের জয় দিয়ে শুরু ঢাকা টেস্টও, ব্যাটিংয়ে বাংলাদেশ 

ডেস্ক রিপোর্ট: সিলেট টেস্টেই ঐতিহাসিক কিছুর অংশ হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। ১৫০ রানের সেই জয়ে ঘরের মাটিতে প্রথমবারের মতো কিউইদের হারায় স্বাগতিকরা। সামনে এবার সিরিজ জয়ের হাতছানি, আরও একটি ইতিহাস গড়ার হাতছানি। নিউজিল্যান্ড বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের। এমনকি টেস্ট খেলুড়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকা কোনো দলের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের। 

অন্যদিকে, ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই মাঠে নামবে সফরকারীরা। ২০২২ সালের শুরুর দিকে কিউইদের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে তাদের হারিয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই বেশ দাপটের সঙ্গে ফিরেছিল নিউজিল্যান্ড। 

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সেখানে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা। অন্যদিকে কিউইদের একাদশে এসেছে একটি পরিবর্তন। ইশ সোধির পরিবর্তে একাদশে ফিরেছেন মিচেল সান্টনার। 

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল সান্টনার, টিম সাউদি (অধিনায়ক), অ্যাজাজ প্যাটেল।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *