বিনোদন

দেশের প্রেক্ষাগৃহেও কী সফল হবে ‘অ্যানিমেল’?

ডেস্ক রিপোর্টঃ শাহরুখ খানের জাওয়ান ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাওয়ায় বেশ সাড়া ফেলে। সেই ধারবাহিকতায় সালমানের খানের টাইগার থ্রি একই দিনে এ দেশে মুক্তি দিতে গিয়ে ব্যর্থ হয় বাংলাদেশি প্রযোজনা সংস্থা। এবার রণবীর কাপুরের অ্যানিমেল আনতেও ব্যর্থ হয়েছে।

এরইমধ্যে অ্যানিমেলের অসংখ্য রিভিউ, পাইরেসি কপি দেখে ফেলেছে বাংলাদেশি দর্শক। তারপরও ছবিটি ব্যবসাসফল হওয়ায় হাল ছাড়েনি অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট নামের প্রযোজনা সংস্থাটি। তারা অবশেষে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের ৪৮টি প্রেক্ষাগৃহে মুক্তি দিচ্ছে অ্যানিমেল। ভারতে মুক্তির এতোদিন পর বাংলাদেশে মুক্তি পাওয়া ছবিটি দর্শক হলে গিয়ে কতোটা দেখবে সে প্রশ্ন রয়েই যায়!

অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা

ইতোমধ্যে ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান কাট অ্যান্ড কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এরইমধ্যে বাংলাদেশে মুক্তির জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। চলতি মাসের প্রথম দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত সিনেমা ‘অ্যানিমেল’। মাত্র পাঁচ দিনেই ভারতীয় বক্স অফিসে প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি। বিশ্বব্যাপী বক্স অফিসেও বাজিমাত করছে এটি। বিদেশেও এরইমধ্যে শত কোটি টাকার বেশি আয় করেছে অ্যানিমেল।

অ্যানিমেল সিনেমায় অনিল কাপুর, ববি দেওয়াল ও রাশমিকা মান্দানা

ফিল্ম বাণিজ্য বিশ্লেষক রমেশ টুইটারে লিখেছেন, ‘পাঁচ দিনে, অ্যানিমেল বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় সাড়ে ৪০০ কোটি আয় করেছে।’

অন্য একটি টুইটে, উত্তর আমেরিকায় অ্যানিমালের বক্স অফিস আয়ের বিবরণ শেয়ার করে রমেশ লিখেছেন, ‘অ্যানিমেল ৪.৫ মিলিয়ন (আনুমানিক ৩৭.৪ কোটি) আয় করেছে এবং এখনও কিছু অঞ্চলের গণনা চলছে। ৫ মিলিয়নের বড় মাইলফলকের দিকে দৌড়াচ্ছে এটি।’

অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা

এরইমধ্যে অ্যানিমেল রণবীর কাপুরের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমা হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। সিনেমাটি মুক্তির আগেই ধারণা করা হচ্ছিল, এটি রণবীরের ক্যারিয়ারসেরা সিনেমা হতে যাচ্ছে। এখন পর্যন্ত রণবীরের সবচেয়ে বড় হিট হলো ‘সঞ্জু’, যেটি ২০১৮ সালে বিশ্বব্যাপী প্রায় ৬০০ কোটি রুপি আয় করেছে। কিন্তু ‘অ্যানিমেল’ তার ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ে নিয়েছে।

‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সিনেমায় আরও রয়েছেন রাশ্মিকা মান্দানা, তৃপ্তি দিমরী, অনিল কাপুর ও ববি দেওয়াল।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *