আন্তর্জাতিক

জাবি শাখা ছাত্রদলের মশাল মিছিল

ডেস্ক রিপোর্ট: বিএনপির ডাকা দশম দফায় অবরোধ কর্মসূচির প্রথম দিনে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। সাভারের সি অ্যান্ড বি বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মশাল মিছিল করে তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, আজ বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা সাভারের সি এন্ড বি বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হন। পরে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে মশাল মিছিল করেন।

এসময় তারা বর্তমান সরকারের পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। মিছিলটি সাভারের রেডিও কলোনি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সৈকত, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের রফিক জব্বার হল শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, মীর মশাররফ হোসেন হল শাখার যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইনসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদ জানান, দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে এ সরকার ব্যাপকভাবে অজনপ্রিয় ও নিন্দিত। নিজেদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে গিয়ে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা দেশকে কঠিন অর্থনৈতিক সংকটের দিকে ধাবিত করছে,অর্থনীতির মূল ভিত্তি রপ্তানিমুখী শিল্পকে হুমকির দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, স্বৈরচারী বর্তমান সরকারের ভয়াবহ এ ভয়াল করাঘাত থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত চলমান আন্দোলন কর্মসূচি জাতির মুক্তির ব্যবস্থাপত্র।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *