আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধে ১৩ দেশের ৩৭ ব্যক্তি

ডেস্ক রিপোর্ট: ১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৮ ডিসেম্বর) মানবাধিকারবিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণা দিবসকে সামনে রেখে এ ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইরান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, সিরিয়া, উগান্ডা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, জিম্বাবুয়ে, কঙ্গো, হাইতি, লাইবেরিয়া, রাশিয়া, চীন, দক্ষিণ সুদান ও সুদানের নাগরিকরা।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, যুক্তরাজ্য ও কানাডাকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি এবং স্টেট ডিপার্টমেন্ট গত বছর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৫০ জনের বেশি ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনে। তাদের মার্কিন সম্পদ জব্দ করা হয়েছে। 

উল্লেখ্য, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারবিষয়ক সর্বজনীন ঘোষণা দেয়া হয়। ওই ঘোষণায় সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার একটি মানদণ্ড তুলে ধরা হয়।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *