আন্তর্জাতিক

মন্তব্যের ‘ভুল উপস্থাপনে’ হতবাক জাতিসংঘ প্রধান

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার (২৫ অক্টোবর) তার মন্তব্যের ‘ভুল উপস্থাপন’কে প্রত্যাখ্যান করেছেন, যা ইসরাইলকে ক্ষুব্ধ করেছে।

এনডিটিভি জানিয়েছে, ইসরায়েলের নাম উল্লেখ না করে গুতেরেস সাংবাদিকদের বলেন, ‘গতকাল নিরাপত্তা পরিষদে আমার বক্তব্যের ভুল উপস্থাপনে আমি হতবাক, যেন আমি হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ন্যায্যতা দিয়েছি।’

গতকাল মঙ্গলবার নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে ভাষণ দেওয়ার সময়, জাতিসংঘের প্রধান আবারও ইসরায়েলের নাম উল্লেখ না করে বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনের নিন্দা জানাচ্ছি, যা আমরা গাজায় প্রত্যক্ষ করছি।’

বিশেষ করে ইসরায়েলকে ক্ষুব্ধ করে এমন মন্তব্যে তিনি বলেন, ‘হামাসের আক্রমণগুলো যে শুধু শুধু ঘটেনি, তা স্বীকার করা গুরুত্বপূর্ণ। কারণ, ফিলিস্তিনিরা ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের অধীনে রয়েছে।’

গুতেরেস বুধবার বলেন, ‘আমি ফিলিস্তিনি জনগণের ক্ষোভের কথা বলেছি। কিন্তু, ফিলিস্তিনি জনগণের ক্ষোভ হামাসের ভয়ঙ্কর আক্রমণকে সমর্থন করতে পারে না।’

তিনি স্পষ্টভাবে বলছেন, সংঘাতে জড়িত কোনও পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়।

এদিকে, গাজায় ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মন্তব্যের পর জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বুধবার (২৫ অক্টোবর) বলেছেন, তার দেশ জাতিসংঘের কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে।

গিলাদ এরদান আর্মি রেডিওকে বলেছেন, ‘গুতেরেসের মন্তব্যের কারণে আমরা জাতিসংঘের প্রতিনিধিদের ভিসা দিতে অস্বীকৃতি জানাবো। আমরা ইতিমধ্যেই জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল মার্টিন গ্রিফিথের ভিসা প্রত্যাখ্যান করেছি। তাদের শিক্ষা দেওয়ার সময় এসেছে।’

পর্তুগিজ কূটনীতিক গুতেরেস তার বক্তব্যে বলেছেন, ‘তারা দেখেছে তাদের ভূমি অবিচ্ছিন্নভাবে বসতি গ্রাস করে এবং সহিংসতায় জর্জরিত, তাদের অর্থনীতি স্তব্ধ, তাদের মানুষ বাস্তুচ্যুত এবং তাদের বাড়িঘর ভেঙ্গে ফেলা হয়েছে। তাদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশাও নিশ্চিহ্ন হয়ে গেছে।’

জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন নিরাপত্তা পরিষদে ভাষণ দেওয়ার সময় বলেছেন, ‘মিস্টার সেক্রেটারি জেনারেল, আপনি কোন জগতে বাস করেন? অবশ্যই, সেটি আমাদের পৃথিবী নয়।”

এদিকে, গুতেরেসের সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠক বাতিল করেছেন এলি কোহেন। তিনি পরবর্তীতে এক্স-এ ঘোষণা করেন, ‘আমি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে দেখা করবো না। ৭ অক্টোবরের পরে ভারসাম্যপূর্ণ পদ্ধতির জন্য কোনও জায়গা নেই। হামাসকে অবশ্যই বিশ্ব থেকে মুছে ফেলতে হবে।’

এক্স-এর একটি পোস্টে গিলাদ এরদান গুতেরেসকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *