খেলার খবর

তামিমের ব্যাপারে সিদ্ধান্ত এখনই নয়!

ডেস্ক রিপোর্ট: তামিম ইকবাল ইস্যুতে যেনো শেষ হতে হতেও হচ্ছে না। তামিম জানালেন আপাতত তার ফোকাস বিপিএল। এরপর জানাবেন তার সিদ্ধন্ত৷ তবে এখানেই শেষ না৷ বোর্ড সভাপতির সাথে তামিমের মিটিংয়ের পর বিসিবিও জানায়নি তাদের সিদ্ধান্ত৷ সব মিলিয়ে এই ওপেনারকে নিয়ে তৈরি হয়েছে এক ধরনের জটিলতা। খোলাসা হচ্ছে না কিছুই৷

বিসিবি সভাপতির সাথে তামিম ইকবালের মিটিংয়েও আসে সামাধান৷ তাইতো আপাতত অপেক্ষা নতুন বছরের। নতুন বছরের যে কেন্দ্রীয় চুক্তি হবে সেটাতে তামিম ইকবাল থাকবেন তো? থাকলেও কয়টা ফরম্যাটে? বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছেও এসবই জানতে চাওয়া। তিনি অবশ্য বল ঠেলে দিলেন তামিমের কোর্টে।

তামিমের ফেরার ইস্যুতে জালাল ইউনুস বলেন, ‘আমরা অপেক্ষা করেছি তামিম আর বিসিবি প্রধানের কথোপকথন পর্যন্ত। যেহেতু তামিম বলেছে, বিসিবি সভাপতির সাথে তার কথা হয়েছে। বিসিবি প্রেসিডেন্ট উনিও বলেছেন তার সঙ্গে একটা মিটিং হয়েছে তামিমের। এর মধ্যে তামিমের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে কী আলাপ-আলোচনা হয়েছে, আমি জানি না। জানতে হবে তার কমিটমেন্ট কী সামনের দিকে। এটার ওপর ভিত্তি করে চুক্তির কথা চিন্তা করতে হবে।’

অর্থাৎ তামিম ইস্যুতে এখনো পরিষ্কার না বিসিবির অবস্থান। তামিম অবশ্য জানিয়েছেন তার আপাতত মনোযোগ বিপিএলে। বিপিএলের পর জানা যাবে তার সিদ্ধান্ত। আপাতত বিপিএলের শেষ হওয়ার অপেক্ষা। ততদিনে একটা সিদ্ধান্তে উপনীত হলেও অবাক হওয়ার কিছু নেই।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *