খেলার খবর

গ্রুপ পর্বেই আবাহনী-মোহামেডানের দেখা

ডেস্ক রিপোর্ট: ফেডারেশনের কাপের গত আসরে ফাইনালে দেখা হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। এবার তাদের দেখা হচ্ছে গ্রুপ পর্বেই।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩-২৪ এর ১০ দল নিয়ে আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে ফেডারেশন কাপ। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল চারটায় বাফুফে ভবনে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের ড্র।

এবারের আসরে ১০ দল খেলবে তিন গ্রুপে ভাগ হয়ে। সেখানে গ্রুপ ‘বি’-থেকে লড়বে আবাহনী ও মোহামেডান। গ্রুপের বাকি দুই দল চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। অন্যদিকে, বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আছে গ্রুপ ‘সি’-তে। সেই গ্রুপের বাকি দুই দল শেখ রাসেল ও ফর্টিস ফুটবল।

তিনটি ভেন্যুতে চলবে আসন্ন এই টুর্নামেন্টটির ম্যাচগুলো। কিংস অ্যারেনা ছাড়াও বাকি দুই ভেন্যু শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গোপালগঞ্জ এবং বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেঃ মতিউর রহমান স্টেডিয়াম, মুন্সিগঞ্জ।

এক নজরে ফেডারেশন কাপ ২০২৩-২৪ এর গ্রুপগুলো:

গ্রুপ ‘এ’: বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব, লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ, রহমতগঞ্জ এমএফএস।

গ্রুপ ‘বি’: আবাহনী লিমিটেড,মোহামেডান স্পোর্টিং ক্লাব লিঃ, চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।

গ্রুপ ‘সি’: বসুন্ধরা কিংস ফুটবল ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র লিঃ, ফর্টিস ফুটবল ক্লাব লিঃ।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *