আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণ থেমে নেই। গাজায় হামলার ১৯তম দিনে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু দেখেছে।

গতকাল বিকেলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় গাজায় আরও ৭৫৬ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৩৪৪টিই শিশু। ৭ অক্টোবরের পর গাজায় হামলা শুরুর পর এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতীর ঘটনা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলে হামাসের হামলার পর গত প্রায় তিন সপ্তাহে গাজায় মোট ৬ হাজার ৫৪৬ জন প্রাণ হারালেন। তাদের মধ্যে শিশু ২ হাজার ৭০৪ এবং নারী ১ হাজার ৫৮৪ জন। নিহত ব্যক্তিদের তিন ভাগের দুই ভাগ নারী ও শিশু। সাত শতাধিক শিশুসহ নিখোঁজ দেড় হাজারের বেশি। আহত ১৭ হাজার ৪৩৯।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলার তীব্রতা দিন দিন বাড়ছে। প্রথমদিকে বোমা হামলায় প্রতিদিন গড়ে ২০০ ফিলিস্তিনি নিহত হচ্ছিলেন। এ সপ্তাহের শুরুতে গড়ে তা বেড়ে দাঁড়ায় ৪০০ জনে। গত দুই দিনে গড়ে ৭ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

গাজায় যুদ্ধবিরতির জন্য গতকাল আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে সহিংসতা বন্ধে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ব। আরব বিশ্বের পাশাপাশি রাশিয়া ও চীনও যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও পশ্চিমা দেশগুলো এখনো ইসরায়েলের অব্যাহত হামলা চালানোর অনড় অবস্থানের পক্ষে।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *