খেলার খবর

চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে কোটি টাকা ক্ষতি রাশফোর্ডদের

ডেস্ক রিপোর্ট: গত আসরে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। সেই হতাশা কাটিয়ে চলতি আসরে ইউরোপের লিগ ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টে নিজেদের জায়গা নিশ্চিত করেছিল রেড ডেভিলরা। তবে আসরের শুরুতেই আবারও পড়ল হতাশায়। অপেক্ষাকৃত সহজ গ্রুপে থাকলেও ধারাবাহিক ফর্মহীনতায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো এরিক টেন হাগের দলকে। একইসঙ্গে দলের ফুটবলাররা হারালেন ১ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা) জেতার সুযোগ।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে যাওয়ার সমীকরণটা আগেই কঠিন করে ফেলেছিল ইউনাইটেড। তবুও কাগজে-কলমের হিসেবে ছিল সুযোগ। সেটি করতে শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়সহ অপেক্ষা করতে হতো কোপেনহেগেনের হারের। যার কোনোটিই হয়নি মঙ্গলবার রাতে। নিজেদের মাঠে দ্বিতীয় লেগে হেরেছে ১-০ গোলে।

এই হারের মধ্যে দিয়ে রাশফোর্ড-ব্রুনোরা হারালেন কোটি টাকারও বেশি আয়ের সুযোগ। দলের ফুটবলারদের অনুপ্রাণিত করতে রেড ডেভিলদের ১ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা) বোনাসের ঘোষণা দিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটি। তবে সেটি পেতে হলে দলকে জিততে হতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা। তবে সেই সুযোগ গ্রুপ পর্বেই খোয়াল তারা।

ডেইলি মেইলের সূত্রমতে, গত মৌসুমে ইউরোপা লিগ জিতলে খেলোয়াড়দের বোনাস হিসেবে ৮৫ হাজার পাউন্ড (প্রায় ১১ কোটি ৭ লাখ টাকা) নির্ধারণ করেছিল ইউনাইটেড। তবে সেখানে কোয়ার্টার ফাইনালে সেভিয়ার কাছে হেরে বসে তারা। তবে পরবর্তী তাদের পারফরম্যান্সের ভিত্তিতে আরও একবার এমন বোনাসের সংখ্যা নির্ধারণ করে ক্লাবটি। প্রিমিয়ার লিগ জিতলে ২ লাখ ৫০ হাজার পাউন্ড (প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা) এবং চ্যাম্পিয়নস লিগ জিতলে ফুটবলাররা অর্জন করবে ১ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা)। যেখানে ইতিমধ্যে কাসেমিরো-গারনাচোরা হারিয়েছে প্রিমিয়ার লিগের বোনাসের সুযোগ।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *